লিওনেল মেসি খেলছেন, অথচ গোল বা অ্যাসিস্টে তার নাম নেই। ইন্টার মায়ামির ম্যাচে এমন দৃশ্য এখন সহসা দেখা যায় না।
মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আজ নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। তবে এই ড্রয়ে তাদের একটি স্বপ্নে ধাক্কা লেগেছে। যদিও প্লে-অফ নিশ্চিত হয়েছে আগেই। কিন্তু এক মৌসুমে এমএলএসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ার পথে কিছুটা পিছিয়ে পড়লো তারা।
নিউইয়র্কের মাঠে গোলশূন্য প্রথমার্ধে দুই দলই সেভাবে আক্রমণ শানাতে পারেনি। মেসিকে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছিল না। অথচ চোট কাটিয়ে ফিরে গত সপ্তাহেই জোড়া গোল করেছিলেন তিনি। মেসির নিষ্প্রভ থাকার ম্যাচে ৭৫তম মিনিটে গোলের দেখা পায় মায়ামি। মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবার পাস থেকে গোলটি করেন ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা।
কাম্পানার ওই গোলে জয়ের স্বপ্নই দেখছিল মায়ামি। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জেমস স্যান্ডসের গোলে মেসিদের স্বপ্ন ভেঙে দেয় নিউইয়র্ক সিটি এফসি। সান্তিয়াগো রদ্রিগেজের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোলটি করেন স্যান্ডস।
ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা মায়ামির পয়েন্ট ৩০ ম্যাচে ৬৪। এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছুঁতে ৪টি ম্যাচ পাচ্ছে তারা। তাহলেই ভেঙে যাবে ২০২১ সালে গড়া নিউ ইংল্যান্ড দলের রেকর্ড।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এমএইচএম