ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

লেভা-রাফিনিয়ার জোড়া গোলে বার্সার বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
লেভা-রাফিনিয়ার জোড়া গোলে বার্সার বড় জয়

চ্যাম্পিয়নস লিগে হারের ক্ষত ভুলে লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। এবার ভিয়ারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

যেখানে জোড়া গোল করেন রবের্ত লেভানদোভস্কি ও রাফিনিয়া। বাকি একটি গোল আসে পাবলো তোরের কাছ থেকে।

এল মাদ্রিগাল স্টেডিয়ামে ২০ মিনিটে বার্সাকে এগিয়ে দেন লেভা। পাবলো তোরের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পাশের কোনা দিয়ে জালে পাঠান এই ফরোয়ার্ড। ৩৫ মিনিটে বাম কোণ দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। যদিও বিরতির আগে একটি গোল শোধ দেয় ভিয়ারিয়াল। কিন্তু বিরতির পর সেভাবে খুঁজেই পাওয়া যায়নি তাদের।

৫৮ মিনিটে পেদ্রির পাসে বক্সের বাইরে থেকে শট নিয়ে দারুণ এক গোল করেন পাবলো। এরপর ম্যাচের আলো কেড়ে নেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড পাউ ভিক্তোরের পাস থেকে ৭৪ মিনিটে দেখা পান নিজের প্রথম গোলের। এর ৯ মিনিট পর লামিন ইয়ামালের থ্রু বল ধরে ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেকটি মারেন তিনি।

৬ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। অন্যদিকে মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়ে ১১ পয়েন্ট পাঁচে আছে ভিয়ারিয়াল।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।