ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সান সিরোতে হবে না ২০২৭ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
সান সিরোতে হবে না ২০২৭ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

গত মে মাসে উয়েফা জানায় ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল গড়াবে মিলানের সান সিরোতে। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল সংস্থাটি।

ইতোমধ্যে নতুন ভেন্যু বেছে নেওয়ারও ঘোষণা দিয়েছে তারা।  

মূলত সান সিরো স্টেডিয়ামটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ৭৫ হাজার ৮১৭ আসনবিশিষ্ট এই স্টেডিয়ামের এই সংস্কারকাজ কতদিন পর্যন্ত চলবে তা এখনও নিশ্চিত নয়। এমনকি ২০২৭ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে সেটি তৈরি হবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এই কারণে ফাইনাল ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

আজ নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে উয়েফা আরও জানায়, ২০২৫ সালের মে বা জুন মাসে নতুন ভেন্যু বেছে নেওয়া হবে ২০২৬-২০২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের জন্য।  

সর্বশেষ ২০১৬ সালে সান সিরোতে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। সেবার আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।