ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তরফদারে বিস্মিত কাউন্সিলররা; লড়াই হবে ক্লিন ইমেজের ইমরুল ও তাবিথের মধ্যে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
তরফদারে বিস্মিত কাউন্সিলররা; লড়াই হবে ক্লিন ইমেজের ইমরুল ও তাবিথের মধ্যে 

অর্ধযুগ আগের কথা। সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন বাফুফে সভাপতি হওয়ার উদ্দেশ্যে দেশের প্রত্যেকটি জেলা ক্রীড়া সংস্থাকে দুই লাখ টাকা করে দিয়েছিলেন।

কিন্তু তার ইচ্ছে পূরণ হয়নি। অনিবার্য বাস্তবতায় তিনি ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।  

সেই তরফদার রুহুল আমিন যখন পুনরায় বাফুফে সভাপতি হওয়ার লড়াইয়ে অবতীর্ণ, দেশের সব পর্যায়ের ক্রীড়া সংগঠক ও আসন্ন বাফুফে নির্বাচনের কাউন্সিলরদের বিস্ময় প্রকাশ করতে দেখা গেছে। তাদের বক্তব্য হলো, 'লোকটি যেভাবে শুরু করেছিলেন, তার ধারাবাহিকতা রাখতে পারেননি। তাকে বিশ্বাস করা যায় না, আস্থা রাখার উপলক্ষ সৃষ্টি হয় না। '

এদিকে তরফদার রুহুল আমিন যখন দেশব্যাপী দুই লাখ টাকা করে বিতরণের মধ্যে ছিলেন, তখন দেশের একটি লিজিং কোম্পানির এমডি বলেছিলেন, 'ঋণখেলাপি হয়ে আমাদের কিস্তি পরিশোধ না করে সে কিভাবে দেড় কোটি টাকা উৎকোচ হিসেবে ফুটবলের জন্য ব্যবহার করছে ?'  

সূত্র জানিয়েছে, তরফদার সে সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, সাবেক চসিক (চট্টগ্রাম সিটি করপোরেশন) মেয়র আ জ ম নাসির, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক সংসদ সদস্য কায়েস চৌধুরী ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের মাধ্যমে প্রায় হাজার কোটি টাকা বিদেশে পাচারও করেছেন। তবে তরফদার রুহুল আমিন সবকিছু স্বাভাবিক করে দেখছেন এই কারণে, তার ব্যবসায়িক উত্থান হয়েছিল বিএনপি নেতা সাবেক নৌ পরিবহনমন্ত্রী প্রয়াত কর্নেল (অবঃ) আকবরের হাত ধরে ! 

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে যখন কাজী সালাহউদ্দীন আগামী নির্বাচনে আর সভাপতির পদে দাঁড়াবেন না বলে ঘোষণা করেন, ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ তারকা একটি হোটেলকে ভেন্যু করে বিএনপি নেতা ও সাবেক গোলরক্ষক গ্রেট আমিনুল হকের প্রকাশ্য উপস্থিতি ও সমর্থনে তরফদার রুহুল আমিন ২৬ অক্টোবর বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন বলে জানিয়ে দেন।

অন্যদিকে ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি তাবিথ আওয়ালও সভাপতি পদে নির্বাচন করবেন, তা তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। বিএনপির এই নেতাকে কেউ কেউ সম্ভাব্য সভাপতি হিসেবেও ভাবছেন। বাফুফের সঙ্গে তার সম্পর্ক বেশ পুরনো।  তবে গেল নির্বাচনে তিনি সহ-সভাপতির পদে নির্বাচন করে হেরে যান।   

অপরদিকে ফুটবলের স্বার্থ বিবেচনায় বসুন্ধরা কিংস সভাপতি ও ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ইমরুল হাসানের ওপর ভরসা রাখতে চায় দেশের ফুটবল সংগঠকেরা, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পেশাদারিত্বের প্রশ্নে, দায়বদ্ধতার প্রশ্নে ইমরুল হাসানের ওপর ভরসা রাখার সুযোগ আছে বলে মনে করেন বিভিন্ন পর্যায়ের সংগঠকরা।  

গেল ২৪ অক্টোবর বসুন্ধরা ফুটবল একাডেমি করার ঘোষণাও রেখেছেন ফুটবলের এই সৎ সত্ত্বা ইমরুল। বসুন্ধরা ফুটবল স্টেডিয়াম করা, ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংসের এশিয়ায় সাফল্য পাওয়া- ইমরুল কে জাতের সংগঠক হিসেবে দাঁড় করায়। বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হওয়ার পথ দেখতে চাইলেও তাঁকে আস্থার প্রতীক হিসেবেই দেখে সাধারণ ফুটবল দর্শকেরাও।

আগামী ২৬ অক্টোবর ফুটবল ফেডারেশনের নির্বাচন। নতুন মাসের শুরু থেকেই উত্তাপ বাড়বে। তরফদার নির্বাচনের রেস থেকে সরে যেতে পারেন, এমন সম্ভাবনা বাড়ছে। বিগত সরকারের সুবিধা নেওয়া ব্যক্তিসত্ত্বাকে সমর্থন করবে না সংশ্লিষ্ট দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিবর্গ, এমন খবর এখন ক্রীড়াঙ্গনে। তেমন বিবেচনায় তাবিথ আওয়াল রেসে থাকবেন। তাঁর লড়াই শক্ত প্রার্থী ইমরুল হাসানের সঙ্গেই হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।