ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেইমারের ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চান না ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
নেইমারের ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চান না ব্রাজিল কোচ

হাঁটুর ইনজুরির কারণে প্রায় এক বছর ধরে মাঠের বাইরে নেইমার। তাকে ছাড়া এই সময়টায় ব্রাজিলও খুব একটা ভালো ফুটবল উপহার দিতে পারেনি।

শুধু তা-ই নয়, বিশ্বকাপ বাছাইপর্বে টেবিলের পাঁচ নম্বরে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যা অবাক করার মতোই।

কবে ছন্দে ফিরবে ব্রাজিল, কবে মাঠে ফিরবেন নেইমার- তা নিয়ে আলোচনা হচ্ছে নিয়মিতই। তবে নেইমারের ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চান না ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। অক্টোবরে অনুষ্ঠিতব্য বাছাইপর্বের ম্যাচের জন্য দল ঘোষণার সময় এমনটা বলেন তিনি।

ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি নেইমার। সেটা তার ক্লাব আল হিলালের কোচ জর্জ জেসুস আগেই বলেছিলেন। যার ফলে চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচেও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে না তাকে।

দরিভাল বলেন, ‘আমরা জানি সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা তার অপেক্ষায় আছি। আমাদের ধৈর্য ধরতে হবে। সে অক্টোবর, নভেম্বর বা ফেব্রুয়ারিতে ফিরবে কি না, সেটা কোনো ব্যাপার না। তাকে আত্মবিশ্বাসী এবং পুরোপুরি ফিট হতে হবে। ’

২৩ সদস্যের ঘোষিত ব্রাজিল দলে ফেরানো হয়েছে গাব্রিয়েল মার্তিনেল্লি ও রাফিনিয়াকে। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন আবনের ও ইগর জেসুস। ১১ অক্টোবর চিলির বিপক্ষে লড়বে সেলেসাওরা। এরপর ১৬ অক্টোবর ঘরের মাটিতে মুখোমুখি হবে পেরুর।

ব্রাজিল স্কোয়াড
গোলকিপার: আলিসন, বেন্তো, এদেরসন।
ডিফেন্ডার: দানিলো, আবনের, ভানদেরসন, গিলের্মো আরানা, ব্রেমের, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগালায়েস, মার্কিনিওস।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গেরসন, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এনদ্রিক, লুইস হেনরিকে, রদ্রিগো, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, গাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।