ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সিটিকে রুখে দিল নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
সিটিকে রুখে দিল নিউক্যাসল

আর্সেনালের পর এবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষেও জয় পেল না ম্যানচেস্টার সিটি। এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

হাঁটুর ইনজুরির কারণে এবারের মৌসুমে আর খেলতে পারবেন না রদ্রি। স্প্যানিশ এই মিডফিল্ডারকে খেলিয়ে লম্বা সময় ধরে অপরাজিত সিটি। আজও অবশ্য হারেনি। কিন্তু যেমন ফুটবলের দেখা মিলেছে তাতে ড্রই উপযুক্ত ফলাফল বলে মনে হচ্ছে।

রদ্রি ও কেভিন ডি ব্রুইনা না থাকায় মিডফিল্ডে ছন্দে খুঁজে পেতে কষ্ট হয় সিটির। তাছাড়া আরলিং হালান্ডও ছিলেন না চেনা রূপে। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম এবারই প্রথম কোনো ম্যাচে গোলহীন থাকতে হলো তাকে। অন্যদিকে পাল্টা আক্রমণে বেশ কয়েকবার সিটির বুকে কাঁপন ধরিয়ে দেয় নিউক্যাসল।

সেন্ট জেমস পার্কে ম্যাচের ৩৫ মিনিটে এগিয়ে যায় সিটি। জ্যাক গ্রিলিশের পাস থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন ইয়োস্কো ভার্দিওল। তবে বিরতির পর ম্যাচে ফিরে আসে নিউক্যাসল। ডি বক্সের ভেতর বল হাতে নেওয়ার সময় অ্যান্থনি গর্ডনকে ফাউল করে বসেন সিটি গোলরক্ষক এদেরসন।  

রেফারিও তাই হলুদ কার্ড দেওয়ার পাশাপাশি বাঁশি বাজান পেনাল্টির। ৫৮ মিনিটে স্পটকিক থেকে নিউক্যাসলকে সমতায় ফেরাতে কোনো ভুল করেননি গর্ডন। এরপর অবশ্য আরেকটি পেনাল্টির আবেদন জানায় স্বাগতিকরা। কেননা সিটি অধিনায়ক কাইল ওয়াকারের চাপে বক্সের ভেতর পড়ে যান জোয়েলিন্তন। কিন্তু রেফারি তা আমলে নেননি।  

শেষ দিকে যোগ করা সময়ে বের্নার্দো সিলভার ভলি দারুণভাবে ঠেকিয়ে দেন নিউক্যাসল গোলরক্ষক। ফলে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলার দলকে। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছে তারা।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এএইচএস 


 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।