ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। শিরোপার লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে হেরেছে তারা।

আজ ভুটানে থিয়াম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশের যুবারা।  

ভারতের হয়ে গোল দুটি করেন মোহাম্মদ কাইফ ও মোহাম্মদ আরবাশ। প্রথমার্ধে দারুণ লড়াইয়ের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ভারতকে এগিয়ে নেন কাইফ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাংলাদেশের জালে আরও একবার বল পাঠিয়ে বিজয় নিশ্চিত করেন ভারতের আরবাশ।  

ভারতের হয়ে শুরুটা করেন কাইফ। ৫৮ মিনিটে সতীর্থের নেওয়া কর্নার থেকে মাথা ছুঁইয়ে বলকে জালে জড়িয়ে দেন তিনি। তার সেই গোলেই পরে শেষ হাসি হাসে ভারত। গোল হজমের পর তা শোধ দিতে মরিয়া হলেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ।

আসলে শোধ দেওয়ার মতো তেমন কোনো আক্রমণই করতে পারেনি বাংলাদেশ। ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়েছেন নাজমুল হুদা ফয়সাল-অপু রহমানরা। উল্টো ম্যাচের যোগ করা সময়ে পঞ্চম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ২-০ গোলের জয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।