ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

লিলের মাঠে রিয়ালের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
লিলের মাঠে রিয়ালের হার

লিলের মাঠে গতকাল বিবর্ণ রিয়াল মাদ্রিদকে দেখা গিয়েছিল। বেশ কয়েকটি ভালো আক্রমণ করলেও কোনোভাবেই প্রতিপক্ষের ডি বক্সে যেতে ব্যর্থ হয়েছিল তারা।

ফলে সুযোগ পেয়ে পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি ক্লাবটি।  

গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারায় লিল। ক্লাবটির হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন জোনাথন ডেভিড। লিলের এই জয়ে ভাঙল রিয়ালে টানা ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রা।  

রিয়ালের প্রথম সুযোগটি আসে ১৯তম মিনিটে। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে রিয়ালের হয়ে মাঠে নামার রেকর্ড গড়া এন্দ্রিক পান সুযোগটি। কিন্তু কাজে লাগাতে পারেননি। সতীর্থ থেকে পাওয়া বল বক্সে নিয়ে গোলরক্ষককে একা পেয়েও সোজা শট নেন তিনি। এতে সহজেই বল নিয়ন্ত্রণে নিয়ে নেন লিলে গোলরক্ষক।  

২৫তম মিনিটে বল নিয়ে বক্সে ডুকে যাওয়া ডেভিডের দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন আন্দ্রে লুনিন। তবে প্রথমার্ধের শেষদিকে আর পেরে ওঠেনি রিয়াল। ফ্রিকিক থেকে আসা বল বক্সে কামাভিঙ্গার হাতে লাগলে ভিএআর চেকের পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে লিলেকে এগিয়ে নেন ডেভিড।

বিরতির পর রিয়াল মাঠে ফেরায় সদ্য চোটমুক্ত হওয়া কিলিয়ান এমবাপ্পেকে। এতে অবশ্য খুব একটা লাভ হয়নি। তবে আক্রমণ করে তারা একের পর এক। কিন্তু লিলের রক্ষণ দেয়াল ভাঙা অসাধ্য হয়ে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। শেষ পর্যন্ত আর পারেনি। হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।