ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইউনাইটেডের নতুন হেড কোচ আমোরিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
ইউনাইটেডের নতুন হেড কোচ আমোরিম

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন রুবেন আমোরিম। ২০২৭ সালের জুন পর্যন্ত ডাগআউটে থাকবেন তিনি।

আজ এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে ইউনাইটেড।

এরিক টেন হাগ বরখাস্ত হওয়ার পর ইউনাইটেডের অন্তর্বর্তী কোচ হিসেবে আছেন রুড ফন নিস্টরলয়। তার অধীনে গত পরশু কারাবাও কাপে লেস্টারসিটিকে ৫-২ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। আরও তিন ম্যাচ ডাগআউটে থাকবেন তিনি। আন্তর্জাতিক বিরতির পর চলতি মাসে তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন ৩৯ বছর বয়সী আমোরিম।

স্যার অ্যালেক্স ফার্গুসন যুগের পর আমোরিম হতে যাচ্ছেন ইউনাইটেডের ষষ্ঠ কোচ। বর্তমানে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির দায়িত্ব পালন করছেন তিনি। তার অধীনে থেকে দুবার লিগ শিরোপা জিতেছে স্পোর্টিং সিপি। শুধু তা-ই নয়, ২০২০ সালের মার্চে আমোরিম দায়িত্ব নেওয়ার পর থেকে ইউরোপের শীর্ষে ১০ লিগের ভেতর জয়ের হারে (৭৭%) সবার ওপরে আছে তারা।  

মাত্র ৩৩ বছরে কোচিংয়ে নাম লেখানো আমোরিম ক্লাব ফুটবলের বেশিরভাগ সময় কাটিয়েছেন বেলেনেনসেস ও বেনফিকায়। এছাড়া পর্তুগালের জার্সিতে ১৪টি ম্যাচ খেলেছেন সাবেক এই মিডফিল্ডার।

এদিকে গত সোমবার এরিক টেন হাগকে বরখাস্ত করেছে ইউনাইটেড। দুই বছরেরও বেশি সময় থেকে রেড ডেভিলদের একটি করে এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জিতিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এএইচএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।