ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ভিনিসিয়ুসের সঙ্গে অন্যায় হয়েছে: ব্যালন ডি’অর প্রসঙ্গে দরিভাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
ভিনিসিয়ুসের সঙ্গে অন্যায় হয়েছে: ব্যালন ডি’অর প্রসঙ্গে দরিভাল

ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এবার এই আলোচনায় যোগ দিয়েছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।

তার মতে ভিনিসিয়ুসেরই প্রাপ্য ছিল এবারের ব্যালন ডি’অর। তিনি জানান ব্যালন ডি’অর না পেলেও ভিনির প্রতি মানুষের সম্মান ও স্বীকৃতি প্রমাণ করে তার যোগ্যতা।

এবারের ব্যালন ডি’অর পুরস্কার হাতে ওঠে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রির। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেননি দরিভাল। তবে ভিনিই যে সবচেয়ে বেশি প্রাপ্য সেটি অস্বীকার করেননি ব্রাজিলিয়ান এই কোচ। তার মতে ভিনিকে না দেওয়া অন্যায় হয়েছে।  

দরিভাল বলেন, ‘আমার মতে এটা অন্যায়। খুবই অন্যায্য একটা পরিস্থিতি, বিশেষ করে এটা যখন একটা ব্যক্তিগত পুরস্কার। যে পুরস্কার জিতেছে, তার বিরুদ্ধে আমার কিছু বলার নেই। বরং উল্টোটা, স্প্যানিশ ফুটবলের দারুণ একজন ফুটবলারের স্বীকৃতি এটি। তবে ভিনিসিয়ুস যা করেছে, তার প্রাপ্য ছিল অন্যরকম স্বীকৃতি। ’

তবে ভিনিসিয়ুস যে সম্মান কুড়িয়েছেন তা বলার অপেক্ষা রাখেননি দরিভাল। তিনি বলেন, ‘সবচেয়ে বড় যে পুরস্কার ভিনিসিউস জিতেছে, তা হলো মানুষের স্বীকৃতি ও সম্মান। ব্রাজিলের বেশির ভাগ মানুষ বুঝতে পেরেছে, পুরস্কারটি যার প্রাপ্য ছিল, তার সঙ্গে অন্যায় করা হয়েছে। ’

বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন ভিনিসিয়ুস। চোটের কারণে আগের ম্যাচে ছিলেন না তিনি। আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলা ও তার পাঁচ দিন পর উরুগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।