ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নিউক্যাসলে ধাক্কা খেল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
নিউক্যাসলে ধাক্কা খেল আর্সেনাল

লিভারপুলের মাটিতে ড্র করার পর এবার আরও এক ধাক্কা খেল আর্সেনাল। নিউক্যাসলের কাছে ১-০ গোলে হেরেছে তারা।

সেন্ট জেমস পার্কে ম্যাচের একমাত্র গোলটি আসে ১২ মিনিটে। আন্থনি গর্ডনের দুর্দান্ত ক্রস থেকে বল জালে পাঠান আলেক্সান্দার আইসাক। এরপর আর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি আর্সেনাল।

ম্যাচশেষে আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালাইবা লিখেন, ‘আমাদের সবারই কিছু মন খারাপ কারণ আমরা আজ জিততে চেয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে আমরা তা পারিনি এবং যেমন চেয়েছিলাম তেমন খেলতে পারিনি। আমার মনে হয় হারই আমাদের প্রাপ্য। ’

১০ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আটে নিউক্যাসল।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।