ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হারের পেছনে চোটকে দুষছেন না গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
হারের পেছনে চোটকে দুষছেন না গার্দিওলা

ম্যানচেস্টার সিটি যেন ছোটখাটো এক হাসপাতালে পরিণত হয়েছে। যার কারণে কঠিন সময় পার করছে তারা।

বোধ করছে মিডফিল্ডের দুই প্রাণভোমরা রদ্রি ও কেভিন ডি ব্রুইনার অভাব। তা সত্ত্বেও চোটকে দোষ দিতে নারাজ কোচ পেপ গার্দিওলা।

বোর্নমাউথের কাছে গতকাল ২-১ গোলে হেরেছে সিটি। প্রিমিয়ার লিগে এই মৌসুমে প্রথম তো বটেই টানা ৩২ ম্যাচ পর হারের মুখ দেখল তারা। ভাইটালিটি স্টেডিয়ামে ৯ মিনিটে বোর্নমাউথকে এগিয়ে দেন আন্তোয়ান সেমেনিও । বিরতির পর ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এভানিলসন। শেষ দিকে ইয়স্কো ভার্দিওল একটি গোল শোধ দিলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিকে।

ম্যাচশেষে গার্দিওলা বলেন, ‘তারা (চোটাক্রান্ত খেলোয়াড়রা) থাকলে কী হতো জানি না। বলতে ইচ্ছে করে, এই খেলোয়াড়রা যদি চোটে না থাকত তাহলে আমরা জিততাম, কিন্তু তা নিশ্চিত করে কেউ বলতে পারবে না। ছেলেরা সবকিছু উজাড় করে দিয়েছে, কিন্তু ওই মুহূর্তে সেই দলের বিপক্ষে তা যথেষ্ট ছিল না। ’

সিটির মতোই গতকাল প্রথমে গোল হজম করেছিল লিভারপুলও। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। বিরতির পর দুই মিনিটের ব্যবধানে গোল দুটি করেন কোডি গাকপো ও মোহামেদ সালাহ।

দলের এমন হাল না ছাড়ার মানসিকতায় খুব খুশি কোচ আর্নে স্লট। তিনি বলেন, ‘এই জয় মৌসুমের বাকি সময়ের জন্য আমাকে প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছে । প্রথমার্ধ কোনোভাবেই খেলায় ছিলাম না আমরা। বিরতির সময় কৌশলে কিছু পরিবর্তন এনেছি, তবে তা দ্বিতীয়ার্ধে কোনো প্রভাব ফেলেনি। বরং খেলোয়াড়রা ভিন্ন মনোভাব ও একাগ্রতা দেখানোর ফলেই আমরা খেলায় ফিরেছি। ’

এই জয়ে সিটিকে টপকে শীর্ষে উঠেছে লিভারপুল। ১০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে সিটি।


বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।