ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যাচ চলাকালীন বজ্রপাত, ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
ম্যাচ চলাকালীন বজ্রপাত, ফুটবলারের মৃত্যু

বজ্রপাতের কারণে মৃত্যুর ঘটনা পুরোনো নয়। এর আগেও নানা সময়ে বজ্রপাতের ঘটনায় মৃত্যুর সংখ্যা অনেক।

কিন্তু এবার ফুটবল মাঠেই হলো বজ্রপাত। সরাসরি খেলার সময়ই এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে লুটিয়ে পড়েন খেলোয়াড়রা। সেখান থেকে নিহত হন একজন।  

ঘটনাটি ঘটে পেরুর হুয়ানকায়ো প্রদেশের চিলকা জেলায়। গত রোববার (৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। যার ফলে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন পাঁচজন। আঞ্চলিক টুর্নামেন্টে এইদিন মুখোমুখি হয়েছিল বেলাভিস্তা এবং ফামিলিয়া চোক্কা।

ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই আকাশে বজ্র ও বিদ্যুৎ চমকানো শুরু হলে রেফারি খেলা সাময়িক বিরতির নির্দেশ দেন। কিন্তু মাঠ ছাড়ার সময় হঠাৎ করেই বজ্রপাত হয় মাঠের মধ্যেই। মুহূর্তের মধ্যেই পাঁচজন খেলোয়াড় এবং একজন গোলরক্ষক বা স্টাফ সদস্য বজ্রাঘাতে মাটিতে পড়ে যান।

মারা যাওয়া ফুটবলারের নাম হোসে হুগো দে লা ক্রুস। এছাড়া মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতারে ভর্তি অবস্থায় আছেন গোলরক্ষক হুয়ান চোক্কা ল্যাক্টা। তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর পোড়া ক্ষত রয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ২৪ বছর বয়সী ক্রিস্তিয়ান সিজার পিতুই এবং দুই কিশোর ফুটবলার।

এই ব্যাপারে চিলকা জেলার সিভিল ডিফেন্স বিভাগের প্রধান জানান, দে লা ক্রুজের হাতে একটি ধাতব ব্রেসলেট ছিল, যা বজ্রপাতের কারণ হতে পারে। পেরুর প্রকৌশলী লুচো দুয়ার্তে এই ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বজ্রপাতের ঝুঁকি এড়াতে খোলা মাঠে সুরক্ষামূলক ব্যবস্থা প্রয়োজন। খেলার মাঠে বজ্রপাত প্রতিরোধক ব্যবস্থা এবং ঝড়ের সময় দ্রুত কার্যক্রম বন্ধ করার সুরক্ষা প্রটোকল জরুরি। ’

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।