ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে এসি মিলানের কাছে রিয়ালের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ঘরের মাঠে এসি মিলানের কাছে রিয়ালের হার

কদিন আগেই এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই ব্যর্থতাপ ছাপ পড়লো চ্যাম্পিয়ন্স লিগেও।

ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে যদিও ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে তারা। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হলো ভিনিসিয়ুসদের।  

চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে রিয়ালকে ৩-১ ব্যবধানে হারায় এসি মিলান। শুরুতেই মালিক চাওয়ের গোলে তারা এগিয়ে যাওয়ার পর স্বাগতিকদের সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির আগে মিলানকে ফের এগিয়ে নেন আলভারো মোরাতা। তাদের হয়ে শেষ গোলটি করেন টিয়ানি রেইন্ডার্স।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের শুরুটা হয় বিবর্ণ। ফলে ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় মিলান। ক্রিস্টিয়ান পুলিসিকের করা কর্ণার থেকে উড়ে আসা বল দারুণ হেডে জালে পাঠান মালিক চাও। পরের মিনিটে অবশ্য সুযোগ পায় রিয়াল। কিন্তু এমবাপ্পের শট ঠেকিয়ে দেন মিলান ডিফেন্ডার।

২৩তম মিনিটে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস। বক্সে তিনিই ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে আশা বাঁচিয়ে রাখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যদিও সেই আসা ভেস্তে যায় ৩৯তম মিনিটে। রিয়াল ডিফেন্ডারকে কাটিয়ে বল বক্সে নিয়ে জালে পাঠানোর চেষ্টা করেন রাফা লেয়াও। যদিও সেটি ঠেকিয়ে দেন লুনিন। তবে ফিরতি শট জালে পাঠান মোরাতা।

পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ বিরতির পরও থাকে বিবর্ণ। অবশ্য বেশ কয়েকটি আক্রমণ করে তারা। তবে সফল হয়নি। উল্টো মিলান বাড়ায় ব্যবধান। ৭৩তম মিনিটে লেয়াও থেকে পাওয়া বল টেনে নিয়ে লুনিনকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন রেইন্ডার্স। পরবর্তীতে আর কোনো গোল না হলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।  

৪ ম্যাচে স্রেফ ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে অবস্থান রিয়ালের। সমান পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে মিলান।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।