ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বাফুফের নতুন কমিটির প্রথম সভা আজ

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
বাফুফের নতুন কমিটির প্রথম সভা আজ

কাজী সালাউদ্দিন যুগ শেষ হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে শুরু হয়েছে নতুন অধ্যায়।

নতুন কমিটি এগিয়ে নিয়ে যাবে বাফুফেকে এমনটাই প্রত্যাশা সবার। ২৬ অক্টোবর নির্বাচনের পর আজ নিজেদের প্রথম নির্বাহী সভা করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এক মিটিংয়ে এজেন্ডা প্রায় ২৮টির মতো। এসব এজেন্ডা নিয়ে নিকট অতীতে বাফুফের মিটিং দেখা যায়নি।

নির্বাচনের পর প্রথম সভায় সাধারণত পরিচিতি, সাব কমিটি গঠন হয়ে থাকে। এর সঙ্গে গঠনতন্ত্র সংশোধনের মতো কঠিন বিষয়ও রয়েছে। জেলা ফুটবলের সামগ্রিক বিষয়ও আলোচনা সূচিতে রেখেছেন তাবিথ।

কাজী সালাউদ্দিনের আগের কমিটি বাফুফের দেনা প্রায় ১৫ কোটি টাকা রেখেছে। তাবিথ এই ব্যাপারে বেশ শক্ত অবস্থানে, দেনা-পাওনা সংক্রান্ত বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে জানতে চেয়েছেন। এছাড়া ব্যাংক হিসাব পরিচালনা, ফিন্যান্স বিভাগের পরিকল্পনার বিষয়ও রয়েছে আলাদা এজেন্ডা হিসেবে। শুধু ভেন্ডরদের পাওনা নয় ফেডারেশনের ইউলিটি বিল, ট্যাক্স ও ভ্যাট পলিসিও থাকছে আলোচনায়।

জাতীয়, বয়সভিত্তিক দল, আর্থিক বিষয়াদি তো থাকছেই, ফেডারেশনের অস্থাবর সম্পত্তিও আছে আলোচনায়। ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণও আছে আলোচ্যসুচিতে। সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ইস্যুও বাদ যায়নি। আজ সকাল সাড়ে দশটায় সভা শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।