ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে জয়ে ফিরল রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে জয়ে ফিরল রিয়াল

গত সপ্তাহে এল ক্লাসিকোতে হারের পর ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন ডি’অর না পাওয়া। এরপর চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে হার।

সবমিলিয়ে হতাশাগ্রস্ত রিয়াল মাদ্রিদ যেন প্রাণ ফিরে পেল। সকল হতাশা কাটিয়ে ওসাসুনার বিপক্ষে জ্বলে উঠলেন ভিনিসিয়ুস। করলেন হ্যাটট্রিক; জেতালে দলকে।  

লা লিগায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচটিতে ওসাসুনাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে শুরুতে তাদের ভিনিসিয়ুস এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করে জুড বেলিংহ্যাম। বিরতির পর আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল শুরু থেকেই বজায় রাখে আধিপত্য। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। ৩৪তম মিনিটে দলকে এগিয়ে নেন ভিনিসিয়ুস। মাঝমাঠে বেলিংহ্যামের দেওয়া পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে যান তিনি। সেখানে দুজনকে কাটিয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগের গোলে অ্যাসিস্ট করা বেলিংহ্যাম। ‘বি’ দল থেকে উঠে আসা রাউল আসেন্সিরও এদিন অভিষেক অ্যাসিস্ট হয় এই গোলে। তার দেওয়া থ্রু পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার।  

বিরতির পর আগের মতোই চাপ সৃষ্টি করে খেলতে থাকে রিয়াল। ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়ুস। প্রতিপক্ষের করা কর্নার থেকে বল ধরে নেন আন্দ্রে লুনিন। মুহূর্তেই ভিনিসিয়ুসকে লক্ষ করে শট নেন তিনি। সেখান থেকে দ্রুতগতিতে বল টেনে নিয়ে বক্স থেকে ওসাসুনা ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা।

আট মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করে ভিনি। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বসেন ব্রাহিম দিয়াস। তার দেওয়া থ্রু পাস ধরে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরবর্তীতে আরও কয়েকটি সুযোগ তৈরি করে তারা। যদিও সেগুলো গোরে পরিণত করতে পারেনি।  

১২ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান রিয়াল মাদ্রিদের। সমান ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পাঁচে ওসাসুনা।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।