ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আক্ষেপটা শুধু গোলের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আক্ষেপটা শুধু গোলের

মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচটিতে বেশ কয়েকবার নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়েছে স্বাগতিকদের।

এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দ্বিতীয় এবং শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।  

প্রথম ম্যাচে আক্রমণ থেকে ডিফেন্স সব দিক থেকেই বাংলাদেশ ছিল মালদ্বীপের চেয়ে এগিয়ে। শুধু গোলের দেখ মেলেনি। একাধিক পরিষ্কার সুযোগ তৈরি করলেও তা গোলে রূপান্তরিত করতে পারেননি ফরোয়ার্ডরা।

গত ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায় মাঠে দুই দলের পারফরম্যান্সের পার্থক্য। ম্যাচে বাংলাদেশ গোলের জন্য শট নিয়েছে ১৭টি, বিপরীতে মালদ্বীপ শট নিয়েছে মাত্র পাঁচটি। অন-টার্গেট শটেও এগিয়ে বাংলাদেশই, তারা ৩টি অন-টার্গেট শট নিয়েছে। আর মালদ্বীপ দুটি অন-টার্গেট শট নিয়েই একটিকে গোলে রূপান্তরিত করেছে। পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য ছিল বাংলাদেশেরই এটা বলার অপেক্ষা রাখে না। মালদ্বীপের এটাকিং থার্ডে বাংলাদেশ প্রবেশ করেছে ৪২ বার। বাংলাদেশের অ্যাটাকিং থার্ডে মালদ্বীপ এসেছে মাত্র ১২ বার।

এছাড়া কর্নারেও এগিয়ে বাংলাদেশ। কাবরেরার দল কর্নার পেয়েছে ১১টি, মালদ্বীপ পেয়েছে ৫টি। পুরো ম্যাচে বাংলাদেশ ভালো খেললেও মালদ্বীপের গোলরক্ষক বাংলাদেশকে গোললাইন পার করতে দেননি।

প্রথম ম্যাচে গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে কাবরেরা বলেন, ‘প্রথম ম্যাচে আমরা সুযোগ তৈরি করেছি। ক্রস করার মতো ভালো জায়গায় গেছে আমাদের ফুটবলাররা, আর ওই সময় বক্সে খেলোয়াড় বাড়িয়ে রাখা দরকার ছিল, সেটাও হয়েছে। তার পরও কেন যে গোল হলো না, এই ব্যাখ্যা আমার কাছে নেই। ’

আজ দ্বিতীয় ম্যাচে কি দলের গোলখরা কাটবে? আজ কি দেশের ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফোটাতে পারবেন রাকিব-মোরসালিনরা? 

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।