ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সাফজয়ী মেয়েদের ফ্রিজ উপহার দিল ওয়ালটন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
সাফজয়ী মেয়েদের ফ্রিজ উপহার দিল ওয়ালটন

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকে সংবর্ধনা ও উপহারে ভাসছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা-সানজিদাদের আর্থিক পুরস্কার দিয়েছে সরকার, বাফুফে, ক্রীড়া মন্ত্রনালয়সহ বিভিন্ন সংস্থা ও সংগঠন।

 

গতকাল সাফজয়ী মেয়েদের এক কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। পাশাপাশি বিভিন্ন কর্পোরেট হাউসের পক্ষ থেকেও সংবর্ধনা ও উপহার পাচ্ছে মেয়েরা।  

সেই ধারাবাহিকতায় আজ বাফুফে ভবনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের প্রত্যেক সদস্যকে সম্মাননা জানিয়েছে ওয়ালটন গ্রুপ। দলের প্রত্যেক খেলোয়াড় ও সাফে দায়িত্ব পালন করা কোচিং স্টাফসহ সকল কর্মকর্তাকে উপহার হিসেবে একটি করে ফ্রিজ দিয়েছে মেয়েদের ফুটবলের দীর্ঘদিনের এই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান।

বাফুফে ও ওয়ালটনের শীর্ষ কর্মকর্তাদের হাত থেকে উপহার হিসেবে ফ্রিজের রেপ্লিকা গ্রহণ করেছেন সাবিনা খাতুনরা। ফ্রিজগুলো যে যার সুবিধামতো নিকটস্থ ওয়ালটনের শো রুম থেকে সংগ্রহ করতে পারবেন। আর যার ফ্রিজ লাগবে না, তিনি সমপরিমাণ অর্থ নিতে পারবেন। উপহার গ্রহণের পর সবাই মিলে রেপ্লিকা হাতে ছবির জন্য পোজ দেন।
অনুষ্ঠানে আলোচনা হয়েছে দেশের ফুটবল নিয়েও। যেখানে দ্রুতই ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের কথা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।  

২০২৩ সালে জামকালো আয়োজন করে নারী ফ্রাঞ্চাইজি লিগের ঘোষণা দিয়েছিল কে-স্পোর্টস। স্পন্সর জটিলতার কারণে গতবছর ফ্রাঞ্চাইজি লিগ আয়োজিত হয়নি। কে স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ করিম এবার বাফুফের নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পেয়েছেন বাফুফের মার্কেটিং কমিটিরও।  

নারী ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন নিয়ে কিরণ বলেন, ‘গত বছর ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন করার কথা ছিল। তবে স্পন্সর জটিলতায় লিগটি আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। ফাহাদ করিম ভাই বাফুফের নির্বাহী কমিটিতে আছেন। এছাড়া মার্কেটিং বিভাগের দায়িত্বেও তিনি আছেন। এবার দ্রুত সময়ের মধ্যেই আমরা ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের বিষয়ে কথা বলেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যেই লিগ আয়োজন করা সম্ভব হবে। ’

নারী লিগ নিয়েও রয়েছে প্রশ্ন। ঘরোয় লিগে অংশ নেয় না বড় দলগুলো। নারী লিগের মান উনয়নে এগিয়ে এসেছিল বসুন্ধরা কিংস। রেকর্ডসংখ্যক লিগ চ্যাম্পিয়নরা নারী দল গড়েছিল। তবে গত মৌসুমে নারী লিগে অংশগ্রহণ করেনি বসুন্ধরা কিংস।  

নারী লিগের মান উন্নয়নে এরপর থেকে বড় ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন কিরণ। তিনি বলেন, ‘নারী লিগে অংশ নিতে আমরা বরাবরই বড় ক্লাবগুলোকে অনুরোধ করি। এবারও করেছি। আমরা ফেডারেশন থেকে তো আর চাপ দিতে পারি না। আমরা আমাদের জায়গা থেকে অনুরোধ করতে পারি। এবার আরও বেশি অনুরোধ করবো। দেখি কি হয়। ’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও গেমস অ্যান্ড স্পোর্টস বিভাগের অ্যাডভাইজার এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। তিনি বলেন, ‘আমরা আসলে ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমরা চেয়েছি আমাদের পণ্য দিয়েই সংবর্ধনা দিতে। এর আগেও আমরা চ্যাম্পিয়ন দলকে টিভি উপহার দিয়েছিলাম। এছাড়া শুরু থেকেই আমরা নারী ফুটবলের পাশে রয়েছি। আগামীতেও থাকবো। ’ 

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।