ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মার্তিনেসের গোলে জয়ে ফিরলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
মার্তিনেসের গোলে জয়ে ফিরলো আর্জেন্টিনা

প্রায় পুরোটা সময়ই প্রতিপক্ষকে চাপে রাখলো আর্জেন্টিনা। কিন্তু আক্রমণ তৈরি হচ্ছিল না সেভাবে।

হুট করে লাওতারো মার্তিনেসের দুর্দান্ত এক গোলে স্বস্তি খুঁজে পেলো তারা। জয়ের জন্য যথেষ্ট হলো সেটিই।

বুধবার বুইন্স আইরেসে বিশ্বকাপ বাছাইয়ের পেরুকে ১-০ গোলে হারিয়েছে তারা। আগের ম্যাচে হারের ক্ষত কিছুটা কাটিয়ে উঠলো বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলটি।  

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দেখায় পেরুকে ২-০ গোলে হারিয়েছিল আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে দুই গোল করা লিওনেল মেসি এবার কেবল অ্যাসিস্টই করতে পেরেছেন। গোলটা এসেছে লাওতারোর পা থেকে।  

ম্যাচের শুরু থেকে অবশ্য নিয়ন্ত্রণ আর্জেন্টিনারই ছিল। প্রথমার্ধে প্রায় ৭৫ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। কিন্তু ৪৫ মিনিটে কেবল একটি শটই লক্ষ্যে রাখতে পারে তারা। গোল না পাওয়ার পেছনে অবশ্য ভাগ্যও বাধা হয়েছে।  

২২তম মিনিটেই তারা এগিয়ে যেতে পারতো। কিন্তু হুলিয়ান আলভারেসের শট পোস্টে লাগে। এর বাইরে সুযোগ মিলেছিল আরও একটি। লিওনেল মেসির নেওয়া ওই ফ্রি কিক অবশ্য ঠেকিয়ে দেন পেরুর গোলরক্ষক।  

দ্বিতীয়ার্ধে ফেরার পর খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। বাঁ দিক থেকে হাওয়ায় ভাসিয়ে বল বাড়ান মেসি; ডি-বক্সে পেয়ে লাফিয়ে দুর্দান্ত এক ভলিতে গোল করেন মার্তিনেস। এরপর আর পুরো ম্যাচে তেমন সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে সবার উপরেই থাকছে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে পেরু।  

বাংলাদেশ সময় :
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।