ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এক গোলে মেসি-মার্তিনেস দুজনেরই রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এক গোলে মেসি-মার্তিনেস দুজনেরই রেকর্ড

চাপ ধরে রাখলেও আর্জেন্টিনা পাচ্ছিল না গোলের দেখা। হুট করে হাওয়ায় ভাসিয়ে বলটা বাড়লেন লিওনেল মেসি, দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়ালেন লাউতারো মার্তিনেস।

এই একটি গোল আর্জেন্টিনাকে এনে দিলে স্বস্তির জয়ও।  

সঙ্গে পেরুর বিপক্ষে গোলটি দিয়ে রেকর্ডের পাতায় নিজেদের নাম তুললেন দুজনই। এই অ্যাসিস্টের পর আন্তর্জাতিক ফুটবলে এখন যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলার মেসি। আর মার্তিনেস উঠে এসেছেন আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল করা ফুটবলারের তালিকার সেরা পাঁচে।

আন্তর্জাতিক ফুটবলে সব মিলিয়ে ৫৮ অ্যাসিস্ট করেছেন মেসি। তার সমান অ্যাসিস্ট আছে যুক্তরাষ্ট্রের লেন্ডন ডোনাভান, ব্রাজিলের নেইমারেরও। তাদের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ এসিস্টদাতা এখন আর্জেন্টাইন তারকা।

আরেকদিকে আর্জেন্টিনার হয়ে মার্তিনেসের গোল সংখ্যা এখন ৩২টি। পেরুর বিপক্ষে গোল করে তিনি ছুয়েছেন ম্যারাডোনাকে, ছাড়িয়ে গেছেন গঞ্জালো হিগুয়েনকে। মার্তিনেসের সামনে অবশ্য সুযোগ থাকছে তালিকায় নিজের নাম আরও উপরে তোলার।  

তার আগের চার জনের মধ্যে কেবল মেসিই এখনও খেলছেন। আর তিনটি গোল করলে হার্নান ক্রেসপোকে ছাড়িয়ে যাবেন মার্তিনেস। ৪২ গোল করে সার্হিও আগুয়েরো তৃতীয়, ৫৪ গোল নিয়ে গ্যাব্রিয়েল বাতিস্ততা দ্বিতীয় ও সর্বোচ্চ ১১২ গোল করে সবার উপরে আছেন মেসি।

বাংলাদেশ সময় :
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।