ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফেব্রুয়ারিতে বাংলাদেশে হবে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
ফেব্রুয়ারিতে বাংলাদেশে হবে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ

এ বছরের শুরুর দিকে ঘরের মাঠে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ২০২৫ সালের আসরটিও বসবে এই দেশের মাটিতে।

আজ সাফের সভায় অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ এবং তারিখ নির্ধারিত হয়েছে। আগামী বছরের ১১-১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে বসবে সাফ চ্যাম্পিয়নশিপ এর আসর।

আজ সাফের ভার্চুয়াল সভায় দুটি বয়সভিত্তিক টুর্নামেন্টের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে- একটি মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ এবং অন্যটি ছেলেদের অনূর্ধ্ব-১৯ সাফ। অনূর্ধ্ব-২০ সাফের আয়োজক বাংলাদেশ হলেও ছেলেদের অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতাটি আয়োজিত হবে পাশের দেশ ভারতে। আগামী বছর ৫ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আসরটি চলবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।