ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সেরাদের হাতে পুরস্কার তুলে দিল বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
সেরাদের হাতে পুরস্কার তুলে দিল বাফুফে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গত মৌসুমের সেরার তালিকায় থাকাদের হাতে আজ অনাড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতায় পুরস্কার দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  

সাধারণত মাঠেই এসব পুরস্কার দেওয়া হয়ে থাকে।

তবে এবার কিছুটা ভিন্নতা আনতে চেয়েছিল বাফুফে। বিপিএল নাইট আয়োজন করার কথা ছিল তাদের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তেমনটা করা সম্ভব হয়নি। ফলে আজ বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র শেষ হওয়ার পর বিপিএলের সেরা খেলোয়াড়, কোচদের পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের রাকিব হোসেন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন আবাহনীর কর্নেলিয়াস এজেকিয়েল স্টুয়ার্ট। এছাড়া সেরা গোলকিপার হয়েছেন বাংলাদেশ পুলিশের আহসান হাবীব। পুলিশ এফসির কোচ অ্যারিস্টিকা সিওয়াবা হয়েছেন সেরা। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ফর্টিস এফসি।  

বিপিএলের পুরস্কার দেওয়া ছাড়াও অনূর্ধ্ব-১৮ লিগের চ্যাম্পিয়ন এবং রানারআপদের হাতেও ট্রফি তুলে দেওয়া হয়েছে। অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগের চ্যাম্পিয়ন দলের ট্রফি ও মেডেল পেয়েছে আবাহনী। রানার্সআপ হয়েছে ফর্টিস এফসি। এই লিগের সর্বোচ্চ গোলদাতা আবাহনীর ইয়াসিন আরাফাত সিফাত। সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে মোহামেডান।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।