ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

২০২৫ সালে ভারতের কেরালায় খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
২০২৫ সালে ভারতের কেরালায় খেলবে আর্জেন্টিনা

লিওনেল মেসি কিংবা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা- তাদের সমর্থন আছে পুরো দুনিয়াজুড়েই। বিভিন্ন টুর্নামেন্টে তাদের ভালো করার আশায় থাকেন সমর্থকরা।

একই সঙ্গে অনেকেরই ইচ্ছে থাকে, সামনে থেকে আলবিসেলেস্তেদের খেলা দেখার। উপমহাদেশে সেই সুযোগ মেলে কমই।  

তবে ২০২৫ সালেই ভারতের কেরালা রাজ্যে দেখা যেতে পারে ‍লিওনেল মেসিদের। বুধবার এক সংবাদ সম্মেলনে এমন আশার কথাই শুনিয়েছেন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান।  

তিনি বলেন, ‘বিশ্বের এক নম্বর ফুটবল দল আর্জেন্টিনা ও লিওনেল মেসি কেরালায় আসছেন। এই হাই প্রোফাইল ফুটবল ম্যাচটি আয়োজনের জন্য সব আর্থিক সাহায্য রাজ্যের ব্যবসায়ীরা দেবেন। ’

ক্রীড়ামন্ত্রীর এমন কথা বলার কিছুক্ষণ পর রাজ্যের মূখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও সামাজিক যোগাযোগ মাধ্যমে একই বার্তা দেন। তিনি লেখেন, ‘কেরালা ইতিহাস গড়তে যাচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী বছর কেরালায় আসছে। এটা সম্ভব হয়েছে রাজ্য সরকারের চেষ্টা ও আর্জেন্টিনার সাহয্যের কারণে। ’

আবদুরাহিমান জানান, ম্যাচটির নিরাপত্তা ও আয়োজনের দায়িত্বে সরাসরি থাকবে রাজ্য সরকার। গত কয়েক বছর ধরে এখানে ফুটবল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনাকে এনে সেটি আরও বাড়াতে চান তারা।

বাংলাদেশ সময় : ২১১২ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।