ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়ে ফেডারেশন কাপ শুরু আবাহনীর 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
জয়ে ফেডারেশন কাপ শুরু আবাহনীর 

ফেডারেশন কাপের মিশন জয় দিয়েই শুরু করেছে আবাহনী লিমিটেড। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে মারুফুল হকের শিষ্যরা।

আবাহনীর প্রথম গোলটি নিয়ে বিতর্ক তৈরি হলেও রেফারির সিদ্ধান্তে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি বন্দর নগরীর দলটি।  

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আকাশি-নীল জার্সিধারীরা। এরপর ১৭ মিনিটে মোহামেডান থেকে আসা কামরুল ইসলামের ফ্রি কিকে ইমনের হেড দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালের দিকে ছুটতে থাকে। চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার বল ক্লিয়ার করলে সেটি গোললাইন পেরিয়ে গেছে দাবি করে আবাহনী লিমিটেড। এই দাবিতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। এদিকে ধারাভাষ্যকার বলেন, অফসাইডের পতাকা তুলেছেন রেফারির সহকারী। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সাত মিনিট পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি।  

এরপর আর প্রতিরোধ গড়তে পারেনি চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধেই ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে মারুফুল হকের শিষ্যরা। যদিও প্রথমার্ধে আর ব্যবধান বাড়েনি। দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনীর উপর চড়াও হয়ে খেলে আবাহনী লিমিটেড।  

এর ধারাবাহিকতায় ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিম। বক্সে আলতো টোকায় বল নিয়ে একটু এগিয়ে জায়গা বানিয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। আবাহনীর শেষ গোলটি ইয়াসিনের। তার গোলেই সহজ জয় নিয়ে ম্যাচ শেষ করে আবাহনী।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।