দেশের ফুটবলে বর্তমান হট কেক হামজা চৌধুরী। বাংলাদেশী বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার খেলবেন বাংলাদেশের হয়ে।
সৌজন্য সাক্ষাতের পর কিং পাওয়ার স্টেডিয়ামে বুধবার রাতে হামজার পরিবারের সঙ্গে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা।
ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। এসময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানান হামজা।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এআর/আরইউ