ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইনজুরি কাটিয়ে মাঠে বুফন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুন ২০, ২০১৪
ইনজুরি কাটিয়ে মাঠে বুফন

ঢাকা: ইতালির অধিনায়ক ও গোলকিপার জিয়ানলুইগি বুফন ইনজুরি কাটিয়ে কোস্টারিকার বিপক্ষের ম্যাচে মাঠে নেমেছেন।

রাত ১০টায় ব্রাজিলের রেসিফে স্টেডিয়ামে প্রথমবারের মতো মুখোমুখি হবে এ ইতালি ও কোস্টারিকা।



গোড়ালী ও হাঁটুতে ইনজুরি থাকায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেনি বুফন। ‘ডি’ গ্রুপের ওই ম্যাচে তার দল ২-১ গোলে হেরেছিলো।

ইতালিয়ান কোচ সিজার প্রানদেল্লি অবশ্য দলে আরো দু’জনকে অর্ন্তভূক্ত করেছেন। এরা হলেন- গ্যানাজিং অ্যাবাটে এবং মধ্যমাঠের খেলোয়াড় থিয়াগো মোত্তা। মোত্তাকে স্থলাভিষিক্ত হয়েছেন মারকো ভিরাত্তি।

ইতালি দল মাঠে ৪-১-৪-১ ফরম্যাটে ভাগ হয়ে খেলবেন।

অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ৩-১ গোলে জয়ী কোস্টারিকার দলকেই আজ মাঠে নামানো হবে।

ইতালি একাদশ
বুফন, মারিও বালোতেল্লি, ডারমিয়ান, মোত্তা, ‍কানড্রেভা, অ্যাবাটে, মার্চিসিও, বারজাগলি, ডে রসি ও আন্দ্রেয়া পিরলো।

কোচ: সিজার প্রানদেল্লি।

কোস্টারিকা একাদশ
রুইজ (অধিনায়ক), নাভাস, গঞ্জালেজ, উমানা, বোরগেস, দুয়ার্তে, বোলোনোস, ক্যাম্পবেল, দায়াস, গামবোয়া ও তেজেদা।

কোচ: লর্জ লুইস পিন্টো।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।