ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারের স্বপ্নভঙ্গকারীর শাস্তি হলো না!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
নেইমারের স্বপ্নভঙ্গকারীর শাস্তি হলো না!

ঢাকা: এবারের বিশ্বকাপ আসরের সবচেয়ে বড় অঘটন কী,  যদি কাউকে এ প্রশ্ন করা হয়, তাহলে প্রথমেই আসবে নেইমারের স্বপ্নভঙ্গ।

ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের ৮৬ মিনিটের সময় ক্যামিলো জুনিগারের হাঁটুর জোরালো আঘাতে বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায় তার।

তবে অবাক করার বিষয় এ বিষয়টি খেয়ালই করেননি রেফারি!

ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ বিষয়ে ফিফার কাছে একটি আবেদন করে। তবে ফিফার পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে আবেদনটি নাকচ করে দেওয়া হয়।

ফিফা জানায়, গুরুতর আঘাত করে নেইমারের বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দেওয়া কলম্বিয়ান খেলোয়াড়ের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে না ফিফা।

ফিফা নিয়ম-শৃঙ্খলা কমিটি ক্যামিলো জুরিগারের বিরুদ্ধে ব্রাজিলের করা আবেদন বিবেচনা করেনি। শুক্রবার ফোর্তালেজা মাঠে খেলার ৮৬ মিনিটে জুনিগারের আঘাত করার ভিডিওটি ভালো করে দেখা হয়েছে।

নেইমারের স্বপ্ন ভঙ্গের ম্যাচে ব্রাজিল ২-১ গোলে কলম্বিয়াকে হারিয়ে সেমিতে খেলা নিশ্চিত করে।

জুনিগারের বিরুদ্ধে অভিযোগটি সিবিএফ থেকে এসেছে।

এ জন্য জুনিগান দুঃখ প্রকাশ করে বলেন, দ্রুততার সঙ্গে এসে লাফ দেওয়ার কারণে নেইমারের পেছনে আঘাত লাগে। এটা তিনি ইচ্ছা করে করেননি বলে দাবি করেন।

আঘাতের ফলে তার মেরুদণ্ডের একটি কশেরুকায় চিড় ধরেছে এবং এটা সেরে উঠতে প্রায় ৪৫ দিন লাগবে বলে তার চিকিৎসক জানিয়েছেন।

স্পেনিশ রেফারি ভেলাসেকো কারবালো এ ঘটনার জন্য জুনিগাকে কোনো হলুদ কার্ড প্রদর্শন করেননি।

এ দুর্ঘটনার জন্য অফিসিয়ালভাবে জুনিগাকে কোনো ধরনের সতর্কও করা হবেনা বলে জানায় ফিফা।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০০৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।