ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

সিটির জয়ের রাতে চেলসির হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
সিটির জয়ের রাতে চেলসির হার ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে সামির নাসরির কল্যাণে ওয়েস্ট ব্রুউইচের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেল ম্যানচেস্টার সিটি। তবে রাতের অন্য ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে সোয়ানসি সিটি।

এর আগে টানা ১৫ ম্যাচ ‍অপরাজিত ছিলো গ্যাস হিদিঙ্কের শিষ্যরা।

 

শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট ব্রুমকে আতিথিয়েতা জানায় সিটি। তবে ছয় মিনিটে স্টেফেন সেসেগননের গোলে লিড পায় সফরকারীরা। কিন্তু ১৯ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে সমতা পায় ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। আর বিরতির পর নাসরির ৬৬ মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

অন্যদিকে লিবার্টি স্টেডিয়ামে খেলতে যাওয়া চেলসি ম্যাচের ২৫ মিনিটে গায়েলফি সিগুরোসেনের গোলে পিছিয়ে যায়। পরে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।