ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

নতুন ক্লাবের সন্ধানে রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, মে ৭, ২০১৬
নতুন ক্লাবের সন্ধানে রোনালদিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: গত ২১ মার্চ ৩৬-এ পা রাখেন রোনালদিনহো। তবে দু’বারের ফিফা বর্ষসেরা জোর দিয়েই বলছেন, তাঁর খেলোয়াড়ী জীবন এখনো শেষ হয়ে যায়নি।

ব্রাজিলিয়ান কিংবদন্তির লক্ষ্য, এ বছরের মধ্যেই নতুন ক্লাব খুঁজে বের করা।

নিজের প্রজন্মের সেরাদের একজন ছিলেন রোনালদিনহো। অসাধারণ ফুটবল-শৈলীতে পুরো ফুটবল বিশ্বকেই মন্ত্রমুগ্ধ করে রাখতেন। অথচ ক্যারিয়ার সায়াহ্নে এসে তিনিই কিনা ‘ব্রাত্য’ হয়ে পড়লেন! গত বছরের সেপ্টেম্বরে ফ্লুমিনেন্স ছাড়ার পর থেকেই যে ক্লাবহীন সময় পার করছেন এক সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার।

তবে হাল ছাড়ছেন না ২০০২ বিশ্বকাপ জয়ী। খেলা চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ রোনালদিনহোর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) কিংবা চাইনিজ সুপার লিগে উড়াল দেওয়ার গুঞ্জন উঠছে।

ফুটবলে ফিরতে রোনালদিনহোর যেন আর তর সইছে না। ব্রাজিলের সাও পাওলোতে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি শুধুমাত্র প্রচারমূলক কাজের সঙ্গে জড়িত। কিন্তু বছরের দ্বিতীয় ভাগে সবাই নিশ্চিত থাকতে পারেন যে, আমি আবারো খেলায় ফিরতে যাচ্ছি। ’

বলা বাহুল্য, বার্সেলোনার হয়ে ২০০৬ চ্যাম্পিয়নস লিগ জয়ী রোনালদিনহো ২০১১ সালের পর থেকেই ইউরোপীয় ফুটবলের বাইরে। সবশেষ তিনি এসি মিলানের জার্সি গায়ে তিন মৌসুম (২০০৮-১১) খেলেছিলেন।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, মে ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।