ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

২০১৮ পর্যন্ত জুভেন্টাসে অ্যালেগ্রি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, মে ৭, ২০১৬
২০১৮ পর্যন্ত জুভেন্টাসে অ্যালেগ্রি ছবি: সংগৃহীত

ঢাকা: জুভেন্টাসে নতুন চু্ক্তিতে সই করেছেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। কোচ হিসেবে জুভিদের সঙ্গে তার বন্ধনটা ২০১৮ সাল পর্যন্ত থাকবে।

এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্টরা।

এসি মিলানে সাড়ে তিন মৌসুমে কাটানোর পর ২০১৪ সালের জুলাইয়ে জুভেন্টাসের কোচ পদে যোগ দেন অ্যালেগ্রি। ‍অ্যান্তোনিও কন্তের সাফল্যধারা অব্যাহত রেখে জুভিদের টানা চতুর্থ ও পঞ্চম লিগ শিরোপা এনে দেন ৪৮ বছর বয়সী এ ইতালিয়ান কোচ।

অ্যালেগ্রির অধীনে টানা দুই মৌসুমেই সিরি আ’র শিরোপা উল্লাসে মাতে জুভেন্টাস। ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ ‍বাকি ছিল ১২ মাস। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই দু’পক্ষ চুক্তি নবায়নে সম্মত হন।

গত মৌসুমে লিগ শিরোপা ধরে রাখা ছাড়াও দীর্ঘ ২০ বছর পর ইতালিয়ান কাপ ও এক মৌসুমের বিরতীতে ইতালিয়ান সুপার কাপের ট্রফি ঘরে তোলে জুভেন্টাস। অ্যালেগ্রির হাত ধরে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও নাম লেখায় তারা। কিন্তু বার্সেলোনার কাছে তেভেজ-পিরলোদের (বর্তমানে খেলছেন ভিন্ন ক্লাবে) স্বপ্নভঙ্গ হয়।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, মে ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।