ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

আবারো কোচ হচ্ছেন ডি ক্রুইফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মে ৭, ২০১৬
আবারো কোচ হচ্ছেন ডি ক্রুইফ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: গত বছরের আগস্টে প্রধান কোচের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল বাংলাদেশ ফুটবলের ডাচ কোচ লোডভিক ডি ক্রইফকে। আবারো জাতীয় ফুটবল দলের দুই ম্যাচের জন্য দায়িত্ব পেতে যাচ্ছেন এই কোচ।

আগামী জুনে এশিয়ান কাপের প্লে-অফে তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তাকে দায়িত্ব দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

 

শনিবার (০৭ মে) নব-নির্বাচিত ফুটবল সদস্যদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাশেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ডি ক্রুইফের নিয়োগ নিয়ে জানাতে গিয়ে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জানান ‘যেহেতু ০২ জুন থেকে ০৭ জুন আমাদের বাছাইপর্বের খেলা আছে। ম্যাচগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে আগের কোচ ডি ক্রইফকে। তার সঙ্গে আমাদের ইতোমধ্যেই আলোচনা হয়েছে। তিনি শিগগিরই চলে আসবেন। আশা করবো তাকে নিয়োগ দেয়ার মাধ্যমে আমাদের ফলাফল ভালোর দিকেই যাবে। ’

এদিকে জাতীয় দলের যেসব ফুটবলারকে শাস্তি দেয়া হয়েছে তারা ক্ষমা চাইলে দলে ফিরতে পারবেন বলে আশ্বস্ত করেন কাজী নাবিল, ‘আমাদের জাতীয় দলের যে পাঁচজন ফুটবলারকে শাস্তি দেয়া হয়েছে তারা যদি ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে নেন, তাহলে জাতীয় দলে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করে দেখা যেতে পারে। ’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থনৈতিক বিষয়টি দেখভালসহ তদারকির জন্য অর্থনৈতিক কমিটিসহ একটি অডিট কমিটি করা হয়েছে বলে জানান সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। তিনি জানান, ‘পেশাদার লিগের জন্য আগামী চার বছরের যাবতীয় অর্থনৈতিক বিষয়গুলো অর্থনৈতিক কমিটি দেখাশুনা করবে আর পাঁচ সদস্যের অডিট কমিটি অভ্যন্তরীন বিষয়গুলো দেখাশুনা করবে। ’

এদিকে প্রতি বছর ৩০ এপ্রিলের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়-ব্যয়ের হিসেব অর্থাৎ এজিএম অনুষ্ঠিত হবে বলেও জানান মুর্শেদী। সঙ্গে আরও জানান, পেশাদার ফুটবল লিগকে সামনে রেখে আগামী ১৫ দিনের মধ্যে আমরা একটি বার্ষিক ক্রীড়া পঞ্জিকা তৈরি করব।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ০৭ মে ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।