ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

গ্রানাদাই পারে নাটকীয়তার জন্ম দিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মে ৯, ২০১৬
গ্রানাদাই পারে নাটকীয়তার জন্ম দিতে ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনাকে হটিয়ে লা লিগার শিরোপা জয়ের ব্যাপারে এখনো আশাবাদী রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। আগামী ১৫ মে সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে।

ফ্রেঞ্চ কিংবদন্তির বিশ্বাস, মৌসুমের শেষ ম্যাচে গ্রানাদার মাঠে ঠিকই হোঁচট খাবে বার্সা!

এমনটি হলেই তো নাটকীয়ভাবে শিরোপা উল্লাসে মাতবে জিদানের রিয়াল। সেক্ষেত্রে দেপোর্তিভো লা করুনার বিপক্ষেও গ্যালাকটিকোদের জয়ের বিকল্প নেই। পয়েন্ট টেবিলে ৩৭ ম্যাচ শেষে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সার চেয়ে এক পয়েন্টে পিছিয়ে লস ব্লাঙ্কসরা। লেভান্তের বিপক্ষে হেরে আগের ম্যাচেই শিরোপা দৌড়ে ছিটকে যায় অ্যাতলেতিকো মাদ্রিদ।

১৫ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ২০১৫-১৬ মৌসুমকে বিদায় দিতে স্প্যানিশ লিগের ২০টি দলই মাঠে নামবে। চার মৌসুমের মধ্যে তৃতীয় শিরোপার লক্ষ্যে স্বাগতিক গ্রানাদার মুখোমুখি হবে বার্সা। একই সময়ে দেপোর্তিভোর মাঠে নামবেন ক্রিস্টিয়ানো রোনালাদোরা।

গত রোববার (০৮ মে) নিজেদের শেষ ম্যাচে সেভিয়াকে তাদের মাঠেই ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রানাদা। এটিই আশা জোগাচ্ছে জিদানকে। রিয়াল কোচের বিশ্বাস, লুইস এনরিকের বার্সাকেও রুখে দিতে সক্ষম গ্রানাদা, ‘আমাদের পূর্ণ তিন পয়েন্ট অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং গ্রানাদা তাদের মাঠে ভালো করবে বলেই আমি আশাবাদী। আমাদের শুধুমাত্র ম্যাচ জয়টাই নিশ্চিত করতে হবে। ’

রিয়াল কোচ যোগ করেন, ‘আমরা এখন দ্বিতীয় অবস্থানে। এখনো একটি ম্যাচ বাকি এবং যেকোনো কিছুই হতে পারে। কেউই ফুটবল নিয়ে ভবিষ্যদ্বানী করতে পারবে না। আমাদের তা নিয়ে সতর্ক থেকে শেষ বাঁশির আগ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। কিন্তু, প্রথম কথা হচ্ছে, আমাদের ম্যাচ জয় নিশ্চিতের বিকল্প নেই। এটা যে সহজ হবে না তাও আমরা জানি। ’

প্রসঙ্গত, বছরের শুরুতে দেপোর্তিভোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে রিয়ালের কোচ পদে দুর্দান্ত সূচনা করেন জিদান। অন্যদিকে, মৌসুমের প্রথম দেখায় গ্রানাদাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কাতালানরা। তবে সেভিয়ার বিপক্ষে উড়ন্ত জয়ের আত্মবিশ্বাস নিয়ে এই গ্রানাদাই পারে লা লিগায় নাটকীয়তার জন্ম দিতে, রিয়ালকে শিরোপা উল্লাসে ভাসাতে পারে তারাই!

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মে ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।