ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ডার্বি ম্যাচ হারলেই রিয়াল ছাড়বেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ১২, ২০১৬
ডার্বি ম্যাচ হারলেই রিয়াল ছাড়বেন রোনালদো! ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের সঙ্গে বড় অঙ্কের নতুন চুক্তি করতে রাজি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এখনোও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাওয়ার স্বপ্ন দেখেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী।

স্পেনের সাপ্তাহিক ক্রীড়া ম্যাগাজিন ‘ডন ব্যালন’র বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এমন খবরই প্রকাশিত হচ্ছে।

সূত্রমতে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ফলাফলের ওপরই রিয়ালে রোনালদোর ভবিষ্যৎ নির্ভর করছে! মিলানের সান সিরোতে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে গ্যালাকটিকোরা। যেটি আবার ‘মাদ্রিদ ডার্বি’ ম্যাচও বটে।

আগামী ২৮ মে (শনিবার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

অ্যাতলেতিকোর বিপক্ষে শিরোপা উল্লাসে মাতলেই নাকি নতুন চুক্তিতে সই করবেন রোনালদো। আর বিপরীত হলে সান্তিয়াগো বার্নাব্যুতে ছেড়ে ম্যানইউতে ফিরে যাবেন পর্তুগিজ অধিনায়ক। সূত্রের দাবিটা এমনই!

জানা যায়, ২০২০ পর্যন্ত প্রতি বছরে ১৫.৮ মিলিয়ন পাউন্ডের চুক্তি নবায়নে রাজি হয়েছেন রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেজ। কিন্তু, ‘ডন ব্যালন’ বলছে, সান সিরোতে (চ্যাম্পিয়নস লিগের ফাইনাল) কী হবে তার ওপরই নির্ভর করছে সিঅার সেভেনের ভাগ্য!

অবশ্য, এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি রোনালদো কিংবা রিয়াল। রেড ডেভিলসদের পক্ষ থেকেও কোনো আভাস মেলেনি। সবই গুজব হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তবে কে জানে! গুজবটাই যদি সত্যিতে রূপান্তর হয়ে যায়! তার জন্য চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পর্যন্ত অপেক্ষা তো করাই যায়। পুরো ফুটবল বিশ্বও যে ইউরোপ সেরার ম্যাচ ‘মাদ্রিদ ডার্বি’ দেখার অপেক্ষায়।

‍বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।