ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডাকাতের গুলিতে আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, মে ১৪, ২০১৬
ডাকাতের গুলিতে আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ডাকাতের গুলিতে প্রাণ হারিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ইস্পিনদোলা। ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ক্লাব নুভা শিকাগোর ভাইস-প্রেসিডেন্ট ড্যানিয়েল ফেরেইরো।


 
আর্জেন্টাইন রদ্রিগো তার বুয়েন্স আয়ার্সের নিজ বাড়িতে অবস্থানকালে একটি ডাকাত দল হামলা চালায়। বাধা দিতে গেলে তাকে গুলি করা হয়। আহত অবস্থান সান্তা মারিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দ্রুতই তার অস্ত্রোপচার করেন। তবে, শেষ রক্ষা হয়নি রদ্রিগোর।
 
মৃত্যুকালে রদ্রিগো স্ত্রী ও ছয় মাস বয়সী একটি সন্তান রেখে গেছেন।
 
আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন রদ্রিগোর মৃত্যুর কথা জানিয়ে শোক প্রকাশ করে। এক বিবৃতিতে দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানায়, আর্জেন্টিনার ফুটবলে আজকের দিনটি খুবই শোকাবহ একটি দিন। রদ্রিগোর আত্মার শান্তি কামনা করা হচ্ছে।
 
আর্জেন্টিনার জাতীয় দলে খেলা না হলেও রদ্রিগো দেশটির চাচারিতা জুনিয়র্স, রেসিং ক্লাব ও নুভা শিকাগোর হয়ে খেলেছেন।
 
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ১৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।