ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

স্প্যানিশ রানারআপ রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, মে ১৪, ২০১৬
স্প্যানিশ রানারআপ রিয়াল মাদ্রিদ ছবি: সংগৃহীত

ঢাকা: কাজের কাজটি সঠিকভাবে করলেও এবারের স্প্যানিশ লা লিগার শিরোপা ছোঁয়া হলো না ক্রিস্টিয়ানো রোনালদো-করিম বেনজেমা-গ্যারেথ বেল আর জিনেদিন জিদানদের। দেপোরতিভো লা করুনার বিপক্ষে শেষ রাউন্ডের ম্যাচে ২-০ গোলে জিতলেও এক পয়েন্ট কম নিয়ে লিগের রানারআপ হতে হলো রিয়ালকে।

টুর্নামেন্টের ৩৮ রাউন্ড (শেষ রাউন্ড) শেষে সর্বোচ্চ ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লা লিগার চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে ৩-০ গোলে গ্রানাদাকে হারিয়ে কাতালানরা টানা দ্বিতীয়বার শিরোপার উল্লাসে মাতে। অপরদিকে, জিতলেও বার্সার থেকে এক পয়েন্ট কম নিয়ে (৯০ পয়েন্ট) দুই নম্বরে থাকতে হলো জিদান শিষ্যদের।

মৌসুমের শুরু থেকে পয়েন্ট টেবিলে উঠা-নামা করা রিয়াল আসরের শেষের দিকে প্রধান কোচ হিসেবে জিদানকে পায়। আর নাটকীয়ভাবেই শিরোপার স্বপ্ন দেখা শুরু করে রোনালদো বাহিনী। শেষ রাউন্ডে দল জিতলে আর গ্রাদানার মাঠে বার্সা হেরে গেলে শিরোপা জিতবে জিদান শিষ্যরা-এমন সমীকরণ নিয়েই দেপোরতিভোর মাঠে আতিথ্য নেয় রিয়াল।

নিজেদের কাজটি ঠিকভাবেই করেছে রিয়াল। ম্যাচে রোনালদোর জোড়া গোল জয় নিশ্চিত করেছিল ঠিকই। তবে, অপর ম্যাচে বার্সা জিতে তিন পয়েন্ট নিশ্চিত করার পাশাপাশি শিরোপাও নিশ্চিত করে।

শেষ রাউন্ডের এ ম্যাচে রিয়ালের হয়ে মাঠে নামেন কেইলর নাভাস, কারভাজাল, পেপে, সার্জিও রামোস, মার্সেলো, লুকা মদ্রিচ, ক্যাসেমিরো, টনি ক্রুস, গ্যারেথ বেল, করিম বেনজেমা আর ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের সপ্তম মিনিটেই লিড নেয় রিয়াল। দলের হয়ে প্রথম গোলটি করেন রোনালদো। তাকে অ্যাসিস্ট করেন ফরাসি তারকা বেনজেমা। ২৫ মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোল করেন পর্তুগিজ গোলমেশিন রোনালদো। এবারে তাকে বলের যোগান দেন টনি ক্রুস। বাকি সময়ে আর কোনো গোল না পেলেও জয় নিশ্চিত করে রিয়াল।

স্প্যানিশ চ্যাম্পিয়ন হতে না পারলেও রিয়ালের সামনে সুযোগ আছে ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার। ফাইনালে উঠা জিদান শিষ্যরা এখন তাকিয়ে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচটির দিকেই।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, ১৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।