ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

ইব্রার পরবর্তী ক্লাব চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ইব্রার পরবর্তী ক্লাব চূড়ান্ত ছবি: সংগৃহীত

ঢাকা: কিংবদন্তির মতোই পিএসজি অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তা সুইডিশ অধিনায়কের নতুন ঠিকানা কোথায় হতে যাচ্ছে? নিজের পরবর্তী ক্লাব চূড়ান্ত হয়ে গেছে বলেই দাবি করছেন ইব্রা।

কিন্তু বলতে নারাজ! আগামী মৌসুমে কোন ক্লাবের জার্সি গায়ে জড়াবেন তা নিজে জানলেও তাদের পরিচয় প্রকাশ করতে অস্বীক‍ার করেছেন ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড।

২০১৫-১৬ মৌসুম শেষেই পিএসজির সঙ্গে ইব্রাহিমোভিচের চুক্তির মেয়াদ শেষ হবে। গত সপ্তাহেই ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন সাবেক বার্সেলোনা তারকা। পরবর্তীতে ফ্রেঞ্চ জায়ান্টরা এক ঘোষণায় জানায়, খেলোয়াড়ী জীবন শেষ করে কোচ হয়েই পিএসজিতে ফিরবেন ইব্রা।

ম্যানচেস্টার ইউনাইটেড, আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব এলএ গ্যালাক্সিতে ইব্রামিভোচের সম্ভাব্য নতুন গন্তব্য হওয়ার গুঞ্জন আগে থেকেই চলছে। নতুন করে তার সাবেক ক্লাব এসি মিলানে ফেরারও গুজব রটে।

সে যাই হোক, নিজের পরবর্তী ঠিকানা ঠিক করেই রেখেছেন ইব্রাহিমোভিচ, ‘আগামী মৌসুমে কোথায় যাব তা আমি জানি। কিন্তু এ মুহূর্তে তা প্রকাশ করতে পারব না। ’

ফরাসি চ্যাম্পিয়নদের হোম ভেন্যু পার্ক দেস প্রিন্সেসে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ইব্রাহিমোভিচ। নান্টেসের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ের রাতে জোড়া গোল করে বিদায়টা (হোম ভেন্যু থেকে) স্মরণীয় করেই রাখেন ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ভাঙেন ৩৮ বছরের পুরনো রেকর্ড।

ফ্রেঞ্চ লিগে পিএসজির জার্সি গায়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার নতুন কীর্তি গড়েন ইব্রাহিমোভিচ। ৩১ ম্যাচ খেলে ৩৮ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন। এর আগে ১৯৭৭-৭৮ মৌসুমে ৩৭টি গোলের রেকর্ড গড়েছিলেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস বিয়াঞ্চি।

আগামী শনিবার (২১ মে) ফ্রেঞ্চ কাপের ফাইনালে অলিম্পিক মার্শেইয়ের মুখোমুখি হবে পিএসজি। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।