ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালের জার্সিতে ফাব্রিগাস?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ১৫, ২০১৬
রিয়ালের জার্সিতে ফাব্রিগাস? ছবি: সংগৃহীত

ঢাকা: সামার ট্রান্সফার উইন্ডোতে সেস ফাব্রিগাসের চেলসি ছাড়ার গুজব ক্রমেই জোরালো হচ্ছে! গুঞ্জন উঠছে, আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন সাবেক বার্সেলোনা তারকা। স্প্যানিশ ক্রীড়াবিষয়ক ম্যাগাজিন ‘ডন ব্যালন’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।

সূত্রমতে, চেলসির হয়ে একটি বাজে মৌসুম কাটানোয় লা লিগায় ফেরার দিকে দৃষ্টি রাখছেন ফাব্রিগাস। তবে বার্সায় প্রত্যাবর্তনের কথা উড়িয়ে দিয়েছেন ২৯ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার।

রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সাবেক আর্সেনাল অধিনায়কের প্রশংসাকারী হিসেবেই পরিচিত। কিন্তু, ফাব্রিগাস চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে নাম লেখানোর পথে হাঁটবেন কিনা তা সময়েই বলে দেবে!

চিরপ্রতিদ্বন্দ্বী বলার যথেষ্ট কারণ আছে। শুধুমাত্র বার্সায় তিন মৌসুম (২০১১-১৪) খেলেছেন বলেই নয়। ফাব্রিগাসের ফুটবলের হাতেখড়িটা বার্সার হয়েই। ১৯৯৭-২০০৩ পর্যন্ত কাতালানদের বয়সভিত্তিক টিমে খেলে আর্সেনালে পাড়ি জমিয়েছিলেন। পেশাদার ফুটবল ক্যারিয়ারে গানারদের হয়ে দীর্ঘ আট মৌসুম কাটিয়ে ২০১১ সালে তার ন্যু ক্যাম্পে প্রত্যাবর্তন ঘটে।

দু’বছর আগে চেলসিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই লিগ শিরোপা উল্লাসে মাতেন ফাব্রিগাস। কিন্তু, নতুন মৌসুম (২০১৫-১৬) আসতেই নিজেকে হারিয়ে খোঁজেন এ তারকা মিডফিল্ডার। গতবারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্সেও এর ব্যাপক প্রভাব পড়ে। লিগ টেবিলে ৩৭ ম্যাচ শেষে ৪৯ পয়েন্টে ব্লুজদের ৯ নম্বরে থাকাটা তো এরই প্রমাণ রাখে! শীর্ষ চারে উঠতে ব্যর্থ হওয়ায় চ্যাম্পিয়নস লিগের পরবর্তী আসরে তাদের খেলা হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।