ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

হ্যারি ক্যান জিতলেন ‘গোল্ডেন বুট’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মে ১৬, ২০১৬
হ্যারি ক্যান জিতলেন ‘গোল্ডেন বুট’ হ্যারি ক্যান-ছবি:সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে ‘গোল্ডেন বুট’ জিতলেন টটেনহাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি ক্যান। যদিও লিগের শেষ ম্যাচে তার দল নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ৫-১ গোলে হারে।

ফলে তৃতীয় স্থান থেকেই মৌসুম শেষ করতে হয় দলটিকে।

গোল্ডেন বুট জয়ের দৌড়ে ক্যানের পাশাপাশি ছিলেন লিগ চ্যাম্পিয়নস লিচেস্টার সিটির জেমি ভার্ডি ও ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো। কিন্তু রোববার শেষ ম্যাচে কেউই গোল করতে পারেননি।

২২ বছর বয়সী ক্যান এ নিয়ে টানা দুই মৌসুমে ২০ বা তার বেশি গোল দিয়েছেন। সেই সেঙ্গ ১৯৯৯-২০০০ মৌসুমে সান্ডারল্যান্ডের কেভিন ফিলিপসের পর দ্বিতীয় কোন ইংলিশ ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোলদাতা হলেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ১৬ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।