ঢাকা: ফেডারেশন কাপ ফুটবলের ২৮তম আসরে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে নবম শিরোপা জিতলো ঢাকা আবাহনী। শিরোপা নির্ধারণী এই ম্যাচে দলকে জয় সুচক গোলটি এনে দিয়েছেন দলের ইংলিশ ফরোয়ার্ড লি অ্যান্ড্রিউ টাক।
ফেডারেশন কাপ ফাইনালের হেভিওয়েট এই ম্যাচে আরামবাগের বিপক্ষে গোলটি করতে পেরে দারুণ উচ্ছাসিত লি। ‘আজ আমি খুবই খুশি। কারণ আমার করা গোলেই আবাহনী গেল ৬ বছরের শিরোপা খড়া কাটালো। এই জয়টি ওদের জন্য ভীষণ দরকার ছিল। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে আমরা হেরে গিয়েছিলাম। সে ম্যাচে আমি পরিশ্রান্ত ছিলাম। তবে এই ম্যাচে বেশ খেঠে খেলেছি। তবে প্রথম থেকেই আমাদের পরিকল্পনা ছিল ভালো ফুটবল খেলার। ’
সোমবার (২৭ জুন) ম্যাচ শেষে গণমাধ্যমকে তিনি আরও বলেন, ‘আমরা ম্যাচের পুরো প্রথমার্ধেই দারুণ খেলেছি। প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ও আমাদের হাতেই ছিল। আর ওই প্রথমার্ধের ১১ মিনিটে আমার করা গোলে আবাহনী এগিয়ে গেছে। মুহূর্তটি আমার জন্য খুবই স্পেশাল ছিল। প্রথমার্ধে গোল পেয়ে যাওয়ায় আমরা আরও চাঙ্গা হয়ে উঠি। আর আরামবাগ আমাদের সাথে পেরে উঠেনি। তবে ওরা চেষ্টা করেছে। ’
এদিকে ফেডারেশন কাপে আবাহনীকে শ্রেষ্ঠ দাবী করে লি টাক জানান, ‘গুণগত বিচারে আরামবাগের চাইতে আবাহনী অনেক শ্রেয়তর। আমরা সেটা মাঠেই প্রমান করেছি। আমি বাংলাদেশে এসেছি ট্রফি জিতেতে ছুটি কাটাতে নয়। আমরা দিন দিন উন্নতি করছি। স্বাধীনতা কাপের ফাইনাল না জেতার দুঃখ ঘুচে গেছে। সামনে আমরা আরাও ভাল খেলাবো। ’
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ২৭ জুন, ২০১৬
এইচএল/এমএমএস