ঢাকা: ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীর কাছে ১-০ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। আর নিজ দলের এই হারের পেছনে আরামবাগ কোচ সাইফুল বারী টিটু দায়ী করলেন শিষ্যদের অনভিজ্ঞতাকে।
টিটু বলেন, ‘আমার মনে হয়, আবাহনীর খেলোয়াড়দের সঙ্গে আমাদের যে ব্যবধানটা সেটা হচ্ছে অভিজ্ঞতা। যেমন আমরা যে গোলটা খেয়েছি, সেটা হচ্ছে আমরা পেনাল্টি এরিয়ায় বলটা হারিয়েছি। আমার মনে হয় এই অভিজ্ঞতার ঘাটতিটাই আমাকে পিছিয়ে দিয়েছে। ’
সোমবার (২৭ জুন) শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীর কাছে হেরে যাবার পর এক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, একটি দুটি নয় বরং প্রতি ম্যাচে ভালো করাটা জরুরি। আশা করি সামনে প্লেয়াররা আমাকে ওইটা উপহার দেবে। ’
ফেডারেশ কাপ ফুটবলের এবারের আসরের শুরু থেকেই চমক দেখিয়েছে আরামবাগ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই ১-০ গোলে হারিয়েছে এদেশের ফুটবলে সব সময়ের শক্তিশালী দল ঢাকা আবাহনীকে।
তবে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ফেনী সকার ক্লাবের সাথে ১-১ গোলে সমতা নিয়েই ছাড়তে হয়েছ মাঠ।
তাতে অবশ্য কিছুই এসে যায় নি কেননা ওই ড্রতেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সবার আগে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।
আর কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামালকে ৫-৪ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে সাইফুল বারী টিটুল শিষ্যরা।
এরপর সেমিফাইনালে সেই বিজয়ী মনোভাব বজায় রেখে টিম বিজেএমসির বিপক্ষে ৩-১ গোলে জয় নিয়ে ঘরোয়া ফুটবলে প্রথমবারের মত ট্রফি জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল। তাই শিষ্যদের প্রশংসা করতে এতটুকু কুন্ঠা বোধ করলেন না কোচ ‘ফ্যান্টাস্টিক রান। দল নিয়ে আমি খুবই গর্বিত। ফাইনালে আসলে কিছু অভিজ্ঞতাও লাগে। তারপরও ছেলেদের ইফোর্টে আমি গর্বিত। ’
তবে এখনই হাল ছাড়তে চাইছেন না সাইফুল বারী টিটু। চাইছেন জুলাই থেকে শুরু হওয়া পেশাদার ফুটবল লিগেও তার শিষ্যরা ফেডারেশন কাপের এই বিজয়ী মনোভাব ধরে রাখবেন। ‘এটাই শেষ না, লিগই আসল চ্যালেঞ্জ। লিগে ধারাবাহিক পারর্ফম করবে তারাই জিতবে। ’
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৭ জুন, ২০১৬
এইচএল/এমএমএস