ঢাকা: ইউরো ২০১৬ চ্যাম্পিয়নসশিপে ফাইনালে খেলার যোগ্যতা রাখে ওয়েলস, এমনটিই জানালেন দলটির মিডফিল্ডার অ্যারন রামসি। তবে নিষেধাজ্ঞার কারণে পর্তুগালের বিপক্ষে শেষ চারের ম্যাচে খেলতে পারছেন না আর্সেনাল তারকা।
গত শুক্রবার বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রামসি। ফলে লিঁওতে বুধবারের ম্যাচে ছিটকে পড়লেন তিনি।
এদিকে ডিফেন্ডার বেন ডেভিসও সেমিফাইনালের ম্যাচে থাকছেন না। তবে রামসি জানান, তার করা ফাউলটি ছিলো ‘সাধারণ’। কিন্তু আক্রমণের জন্য তিনি হলুদ কার্ডের প্রাপ্য বলে জানান তিনি।
প্রথবার ইউরোতে সুযোগ পেয়ে বাজিমাত করেছে ওয়েলস। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করা দলটি সর্বশেষ শক্তিশালী বেলজিয়ামকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। শেষ আটের ম্যাচে দলের হয়ে একটি গোল করেন রামসি।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১৬
এমএমএস