ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিকে ছাড়িয়ে গেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
মেসিকে ছাড়িয়ে গেলেন নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ বছরের নতুন চুক্তির মধ্য দিয়ে ক্লাব সতীর্থ লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন নেইমার! আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলে বার্সেলোনার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখন ব্রাজিলিয়ান সেনসেশন। জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘মার্কা’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।

দু’দিন আগে নেইমারকে ২০২১ সাল পর্যন্ত নিশ্চিত করে বার্সা। নতুন চুক্তি অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় এখন ব্রাজিলিয়ান অধিনায়ক। ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের বার্ষিক বেতন ২৫ মিলিয়ন ইউরো (ট্যাক্স পরিশোধের পর)। বর্তমানে মেসি পাচ্ছেন রেকর্ড ২২ মিলিয়ন ইউরো।

মেসির পর সন্দেহাতীতভাবেই বার্সার আক্রমণভাগের সেরা তারকা নেইমার। ‘আগামীর বিশ্বসেরাকে’ ধরে রাখতে তাই দীর্ঘমেয়াদী বড় অঙ্কের চুক্তি নবায়ন করে কাতালানরা। এর মধ্য দিয়ে নেইমারের ম্যানইউ ও পিএসজিতে পাড়ি জমানোর সব জল্পনা-কল্পনারও অবসান ঘটে।

অবশ্য, মেসি-বার্সা চুক্তি নবায়ন হলে নেইমারের আর শীর্ষস্থানে থাকা হবে না। ইতোমধ্যেই ক্লাবের ইতিহাসের ‘সেরা’ খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি করার ইঙ্গিত দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।