ঢাকা: লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে অবসর ঘোষণার পর এবার আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেরার্ডো মার্টিনো। ব্রাজিলের মাটিতে অলিম্পিক শুরুর (৫ আগস্ট) আর এক মাস সময়ও বাকি নেই।
এক বিবৃতিতে মার্টিনোর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এএফএ। জানা যায়, আর্জেন্টাইন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নতুন কমিটির কাঠামো নিয়ে অনিশ্চয়তা এবং অলিম্পিক দল গঠন নিয়ে জটিলতার কারণেই নাকি কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মার্টিনো ও তার সহযোগীরা।
২০১৪ বিশ্বকাপের পর আলেসান্দ্রো সাবেলার স্থলাভিষিক্ত হয়েছিলেন মার্টিনো। তার অধীনে টানা দুই বছর কোপা আমেরিকার ফাইনালে ওঠে আলবিসেলেস্তেরা। কিন্তু, দু’বারই চিলির কাছে স্বপ্নভঙ্গের হতাশায় ডোবেন মেসি-মাশ্চেরানো-ডি মারিয়ারা।
মার্টিনোর অধীনে ২৯ ম্যাচের মধ্যে ১৯টিতে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। সাত ম্যাচে ড্র ও বাকি তিন ম্যাচের হারের স্বাদ নেয় দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মধ্যে দু’টিই ছিল দীর্ঘ ২২/২৩ বছরের শিরোপা খরা ঘোঁচানোর ফাইনাল।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
এমআরএম