ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

ইংল্যান্ডে বার্সার অনুশীলন শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
ইংল্যান্ডে বার্সার অনুশীলন শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাক মৌসুমের প্রস্তুতিতে দু’বছর পর আবারো ইংল্যান্ডের সেন্ট জর্জ’স পার্কে টিম বার্সেলোনা। যা ইংল্যান্ডের ট্রেনিং হেডকোয়ার্টার হিসেবেও পরিচিত।

ডাবলিনে সেল্টিকের বিপক্ষে ম্যাচ সামনে রেখে এরই মধ্যে প্রথম দিনের অনুশীলন সম্পন্ন করেছে স্প্যানিশ জায়ান্টরা।

স্ট্যাফোর্ডশায়ার কমপ্লেক্সে ছয় দিনের (২৫-৩০ জুলাই) ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মেসি-সুয়ারেজরা। বার্টন আপন ট্রেন্ট শহরের ন্যাশনাল ফুটবল সেন্টারে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় কাতালানদের।

লুইস এনরিকের ২৫ সদস্যের স্কোয়াডের মধ্যে ১২ জন বার্সার ‘বি’ টিম ও অনূর্ধ্ব-১৯ দলের। ক্রিস্টিয়ান টেল্লো, মার্টিন মন্তোইয়া, জেরেমি ম্যাথিউ ও আরদা তুরান ট্রেনিংয়ে ফিরেছেন। কিন্তু হতাশাজনক ইউরো শেষে এখনো ছুটিতে থাকায় দলের সঙ্গে নেই জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা ও ইভান রাকিটিচ। আর অলিম্পিক মিশনে জন্মভূমিতে ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) সেল্টিক ছাড়াও বার্সার প্রতিপক্ষ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি ও লিভারপুলের মুখোমুখি। আয়ারল্যান্ডের ডাবলিনে আভিভা স্টেডিয়ামে স্বাগতিক সেল্টিকের বিপক্ষে মাঠে নামবে লা লিগা চ্যাম্পিয়নরা। ৩০ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে।

এরপর সুইডেনের ফ্রেন্ডস অ্যারেনায় লিচেস্টার (৩ আগস্ট, রাত ১২টা) ও লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৬ আগস্ট রাত সোয়া ১০টায় অল রেডসদের মুখোমুখি হবে বার্সা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।