ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেকহামের ফ্রি-কিক রেকর্ড ভাঙলেন জিওভিনকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
বেকহামের ফ্রি-কিক রেকর্ড ভাঙলেন জিওভিনকো ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ডেভিড বেকহামের সবচেয়ে বেশি ফ্রি-কিক গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন সেবাস্তিয়ান জিওভিনকো। টরন্টো এফসি’র হয়ে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের রাতে হ্যাটট্রিক উল্লাসে মাতেন ২৯ বছর বয়সী এ ইতালিয়ান ফরোয়ার্ড।

যার দু’টিই আসে ফ্রি-কিক থেকে। এর আগে টানা আট ম্যাচে গোলখরায় ছিলেন গত আসরের গোল্ডেন বুট জয়ী।

গত বছরের জানুয়ারিতে জুভেন্টাস ছেড়ে এমএলএস লিগে পাড়ি জমান জিওভিনকো। এরই মধ্যে সেট-পিস থেকে নিজের গোলসংখ্যাটা ৭-এ নিয়ে গেছেন তিনি। এতোদিন রিয়েল সল্ট লেকের আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মোরালেসের সঙ্গে যৌথভাবে এ রেকর্ডটির মালিক ছিলেন বেকহাম।

এলএ গ্যালাক্সি ক্যারিয়ারে (২০০৭-১২) ছয়বার ফ্রি-কিক থেকে বল জালে জড়িয়েছিলে সাবেক ম্যানইউ ও রিয়াল মাদ্রিদ তারকা বেকহাম। মাত্র দুই মৌসুমেই সেটি ছাড়িয়ে গেছেন জিওভিনকো। প্রসঙ্গত, এলএ গ্যালাক্সিতে থাকা অবস্থায় দুই দফায় এসি মিলানে ধারে খেলতে গিয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক।

ফ্রি-কিকে সবচেয়ে বেশি গোল করলেও এমএলএস ইতিহাসে সেট-পিস থেকে গোলের শতকরা হারে বেকহাম ও দিদিয়ের দ্রগবার চেয়েও পিছিয়ে জিওভিনকো।  সাবেক জুভেন্টাস ফরোয়ার্ডের সাতটি গোল পেতে শট নিতে হয়েছিল ৭৬ বার। যার শতকরা হার ৯.২ শতাংশ।

চেলসি আইকন দ্রগবা মন্ট্রিল ইম্প্যাক্টের জার্সি গায়ে ২২টি প্রচেষ্টায় পাঁচটি গোল (২২.৭%) করেন। আর ছয়বার স্কোর গড়তে ৪৬টি ফ্রি-কিক নেন বেকহাম (১৩%)।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।