ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

মডেলের শয্যাসঙ্গী রিয়াল-বার্সার চার ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
মডেলের শয্যাসঙ্গী রিয়াল-বার্সার চার ফুটবলার

ঢাকা: আবারও যৌন কেলেঙ্কারিতে রিয়াল মাদ্রিদের ফরাসি উইঙ্গার করিম বেনজেমা। এবারও একা নন, তার সঙ্গে ফেসেছেন বার্সেলোনার আরও দুই ফুটবলার।

বেনজেমার আরও এক ক্লাব সতীর্থ থাকলেও তার নাম প্রকাশ হয়নি। প্রকাশ হয়নি বার্সারও এক ফুটবলারের নাম।

যৌন কেলেঙ্কারির দায়ে এর আগে বেনজেমাকে জাতীয় দলে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। খেলতে পারেননি ঘরের মাঠে আয়োজিত ইউরো চ্যাম্পিয়নশিপের আসরেও। যেখানে তার দল রানারআপ হয়।

জাতীয় দলের ক্যাম্প চলার সময় টিম হোটেলে থাকা অবস্থায় বেনজেমার জাতীয় দল সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনা একটি সেক্সটেপ বানিয়েছিলেন। পরে যেটি নিয়ে বেনজেমার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ উঠেছিল। ভালবুয়েনাকেও জাতীয় দলের বাইরে রাখা হয়।

এবার আর্জেন্টাইন এক মডেলের সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ উঠেছে রিয়ালের ২৮ বছর বয়সী বেনজেমা আর বার্সার সাবেক স্প্যানিশ তারকা ২৫ বছর বয়সী মার্ক বারত্রার বিরুদ্ধে। এ মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে নাম লিখিয়েছেন বারত্রা।

আর্জেন্টাইন মডেল সামিরা সালোমির শয্যাসঙ্গী হওয়ার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। তবে, আদালতে গড়ানোর মতো কোনো অভিযোগ না উঠলেও ২৫ বছর বয়সী সামিরা জানান, ‘আমি বিশ্বের সেরা দুটি ফুটবল ক্লাবের চার ফুটবলারের সঙ্গে যৌনতায় জড়িয়েছি। যাদের দু’জন ছিলেন বার্সার আর দু’জন ছিলেন রিয়াল মাদ্রিদের। ’

আর্জেন্টাইন এই মডেল আরও জানান, ‘এল ক্লাসিকোতে খেলা এই দুই দলের ফুটবলাররা প্রত্যেকেই অল্পবয়সী, ধনী ও হ্যান্ডসাম। তাদের মধ্যে ছিলেন বেনজেমা আর বারত্রা। বাকিদের নাম এখনই বলছি না। বিছানায় তাদের সঙ্গে দারুণ সময় কেটেছে। এদের মধ্যে কয়েকজনের সঙ্গে আমার এখনও যোগাযোগ হয়। আসলে আমি ফুটবলারদের ভালোবাসি। কিন্তু ফুটবল আমার পছন্দ না। ’

স্প্যানিশ এক ম্যাগাজিনের সাক্ষাৎকারের সময় সামিরা জানান, ‘আমি কোনো ফুটবলারের সঙ্গেই সম্পর্কে জড়াতে চাই না। অতীতে তাদের কাছে ঠকেছি। তবে, এখন আমি সুখেই আছি। ’

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ২৬ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।