ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

জিদানের মন জয় করতে মরিয়া রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
জিদানের মন জয় করতে মরিয়া রদ্রিগেজ ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে সব মিলিয়ে ৩২ ম্যাচে মাঠে নামেন জেমস রদ্রিগেজ। অনেক ম্যাচেই দেখা যায় বদলি খেলোয়াড়ের ভূমিকায়।

সাম্প্রতিক সময়ে কলম্বিয়ান তারকার বার্নাব্যু ছাড়ারও জোরালো গুঞ্জন ওঠে। স্বয়ং কোচ জিনেদিন জিদানই নাকি তার খেলায় সন্তুষ্ট নন!

রিয়াল ক্যারিয়ার হুমকির মুখে থাকলেও গ্যালাকটিকোদের হয়েই খেলে যেতে চান ২৫ বছর বয়সী রদ্রিগেজ। কোচ জিদানের মন জয়ই তার বর্তমান লক্ষ্য। প্রাক মৌসুমের প্রস্তুতিতে যুক্তরাষ্টে অবস্থান করছে স্প্যানিশ জায়ান্টরা। ইতোমধ্যেই সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী।

নতুন মৌসুমে দলে নিয়মিত হওয়ার দিকে দৃষ্টি রাখছেন রদ্রিগেজ। স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জিদানকে খুশি রাখতে চাই। এই মৌসুমে আরো বেশি সময় মাঠে থাকার ব্যাপারে আমি আশাবাদী। ’

নতুন মৌসুম শুরুর আগে প্রাক মৌসুমের প্রীতি ক্লাব প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) অংশ নিচ্ছে রিয়াল। যেখানে পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়বে লস ব্লাঙ্কসরা।

২৮ জুলাই (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের ওহিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজির মুখোমুখি হবে রিয়াল। দু’দিন পর দিবাগত রাত ১টায় চেলসির বিপক্ষে মাঠে নামবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। আর শেষ ম্যাচের (৪ আগস্ট ভোর সাড়ে ৫টা) প্রতিপক্ষ বায়ার্ন। এই তিন ম্যাচে রদ্রিগেজকে জিদান শুরুর একাদশে রাখবেন কিনা সেটিই এখন দেখার বিষয়!

লা লিগার শিরোপা খরা (সবশেষ ২০১১-১২) ঘোঁচানোর মিশনে নামার আগে রিয়ালের সামনে থাকছে উয়েফা সুপার কাপের শিরোপা উল্লাসে মাতার হাতছানি। প্রতিপক্ষ ইউরোপা লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সেভিয়া।

৯ আগস্ট (মঙ্গলবার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। স্প্যানিশ লিগে প্রথমেই রিয়াল সোসিয়েদাদের মাঠে (২১ আগস্ট দিবাগত রাত সোয়া ১২টা) আতিথ্য নেবে জিদানের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।