ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

নায়ক থেকে খলনায়ক মুক্তির মুসা, ম্যাচ ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
নায়ক থেকে খলনায়ক মুক্তির মুসা, ম্যাচ ড্র ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: চলমান লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও টিম বিজেএমসির মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়েছে। ফলে, পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ে দুই দল।

তবে, জেতার কথা ছিল মুক্তির। পিছিয়ে পড়েও মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান আহমেদ কোলো মুসা। জয়ের নায়কও হতে পারতেন মুক্তির এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। ড্র ম্যাচে তিনি অনেকটাই খলনায়ক বনে যান পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হওয়ায়।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার (২৬ জুলাই) দিনের দ্বিতীয় এই ম্যাচের দুটি গোলই হয় প্রথমার্ধে।

ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্রথমে বিজেএমসিকে এগিয়ে নেন স্যামসান ইলিয়াসু। তবে, বিজেএমসির এই লিড কয়েক সেকেন্ড ছিল। পরের মিনিটেই ডানপ্রান্ত দিয়ে মুক্তিযোদ্ধার আক্রমণ থেকে প্লেসিং শটে বল জালে জড়ান আহমেদ মুসা। ফলে, ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের ৫৪তম মিনিটে পেনাল্টি পায় মুক্তিযোদ্ধা। বিজেএমসি গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল বক্সের মধ্যে প্রতিপক্ষের সিমোন ইজেওডিকাকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। কিন্তু তা থেকে গোল করতে পারেননি মুসা। মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান এই স্ট্রাইকারের পেনাল্টি শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বিজেএমসির গোলরক্ষক হিমেল।

শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।

তার আগে ১০ জনের দলে পরিণত হয় বিজেএমসি। ৬৬ মিনিটের মাথায় মুসার মুখে আঘাত করায় লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় বিজেএমসির ইসা বেইবেককে।

মঙ্গলবার প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও ফেনী সকারও ১-১ গোলে ড্র করে।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, ২৬ জুলাই ২০১৬

এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।