ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চেলসির প্রস্তাব ফিরিয়ে দেন তেভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
চেলসির প্রস্তাব ফিরিয়ে দেন তেভেজ কার্লোস তেভেজ-ছবি:সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব চেলসির কাছ থেকে সেখানে খেলার ব্যাপারে প্রস্তাব পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। ব্লুজদের কোচ অ্যান্তোনিও কোন্তেই তাকে ফোন কলের মাধ্যমে এমন প্রস্তাব জানিয়েছিলেন।

তবে বর্তমানে ঘরের ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে খেলা তেভেজ সে সময় অস্বীকৃতি জানায়।

 

জুভেন্টাসের সাবেক স্ট্রাইকার তেভেজ কোপা লিবার্টাডোরেসে নিজ ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশা করেছিলেন। তবে সেমিফাইনালে হেরে আসর থেকে বিদায় নেয় বোকা।

তেভেজ জানান, তুরিনে থাকাকালে তার সাবেক কোচ কোন্তে তাকে ইউরোপে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে প্রস্তাব করেন। তবে আর্জেন্টিনাতেই নিজের ভবিষ্যত গড়তে চান বলে জানান তিনি।

তেভেজ বলেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে গাড়িতে ছিলাম। এ সময় কোন্তে আমাকে ফোন করেন। তিনি জানান, তাদের একজন স্ট্রাইকার দরকার। আর আমি চেলসিতে খেলবো কিনা এমনটিও জানতে চান। ’

তেভেজ আরও বলেন, ‘কোন্তে আমাকে বলেছিলেন, এখানে চলে এসো এই টুর্নামেন্ট খেলো এবং প্রিমিয়ার লিগ জেতো। তোমার মতো একজন ফুটবলার আমাদের দরকার। তবে আমি তাকে বলেছি, বোকা ছেড়ে কোথাও যাব না। ’

বাংলাদেশ সময়: ১৫০২ ঘন্টা, ২৮ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।