ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

আট গোলের ম্যাচে শেষ হাসি জামালের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
আট গোলের ম্যাচে শেষ হাসি জামালের

ঢাকা: এবারে বড় ব্যবধানের জয় দেখলো প্রিমিয়ার লিগ, দেখলো দুই হালি গোলের ম্যাচ। নিজেদের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

উত্তর বারিধারার বিপক্ষে আট গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জামাল।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৮ জুলাই) দলের তারকা এমেকা ডারলিংটনকে ছাড়াই খেলতে নামে শেখ জামাল। আগের ম্যাচে লালকার্ড পাওয়ায় নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের মাঠে নামা হয়নি। জামালের হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন এনামুল হোসেন। এছাড়া, প্রতিপক্ষের জালের দেখা পান ল্যান্ডিং ডারবো, রাকিব সরকার ও মোহাম্মদ শিহাব।

উত্তর বারিধারার হয়ে শেখ জামালের জালে বল পাঠান কলিন্স টিয়েগো, সেন্টু চন্দ্র সেন ও মুনির আলম।

প্রিমিয়ার লিগ শুরুর এক দিন আগে কোচ শফিকুল ইসলাম মানিককে বরখাস্ত করে গোলকিপিং কোচ মোশাররফ বাদলের হাতে দায়িত্ব তুলে দেয় শেখ জামাল। নিজেদের প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে ড্র করে বর্তমান চ্যাম্পিয়নরা। অপরদিকে,

নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বারিধারার দলটি। শিরোপার অন্যতম দাবিদার শেখ রাসেলকে হারিয়ে প্রিমিয়ার লিগের যাত্রা শুরু করে তারা।

ম্যাচের উনিশতম মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। দলকে প্রথম লিড পাইয়ে দেন এনামুল (১-০)। ২৩তম মিনিটে ম্যাচে ফেরে বারিধারা। কলিন্স টিয়েগোর জোরালো শট জড়িয়ে যায় জামালের জালে (১-১)। ২৭তম মিনিটে শেখ জামালের হয়ে দ্বিতীয় গোলটি করেন গাম্বিয়ার মিডফিল্ডার ল্যান্ডিং (২-১)। ২৮তম মিনিটে গোলের দেখা পান রাকিব (৩-১)। প্রথমার্ধে এই স্কোরেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের ৫১তম জামালের হয়ে গোল করেন শিহাব (৪-১)। তবে, ৬৪তম মিনিটে মিডফিল্ডার সেন্টুর গোলে ৪-২ ব্যবধান করে বারিধারা। ৭৬তম মিনিটে এনামুল নিজের দ্বিতীয় আর দলের পঞ্চম গোলটি করেন (৫-২)। ৮০ মিনিটের মাথায় বারিধারার হয়ে তৃতীয় গোলের দেখা পান মুনির (৫-৩)। ম্যাচের ৮৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শেখ জামালের এনামুল হক শরীফ।

দশজনের দলে পরিণত হওয়া জামালের জালে আর কোনো বল জড়াতে পারেনি বারিধারা। ফলে, পূর্ণ তিন পয়েন্ট নিয়ে আর ৫-৩ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

দিনের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।